TRENDING:

সেমিফাইনালেই থমকে গেল ভারতের বিশ্বকাপ অভিযান, কেঁদে ভাসালেন টলি অভিনেতা অঙ্কুশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিশ্বকাপ অভিযান শেষ ভারতের। ধোনি-জাদেজার পার্টনারশিপ স্বপ্ন দেখিয়েছিল। ধোনি (৫০) রানে আউট হয়ে ফিরতেই ভারতের স্বপ্ন শেষ হয়ে গেল। চলতি বিশ্বকাপে মার্টিন গাপ্তিল একদমই ফর্মে ছিলেন না। গাপ্তিলের দুরন্ত থ্রো যখন উইকেট ভেঙে দিল, তখন ক্রিজে ঢুকতে আর পাঁচ সেন্টিমিটারের মতো বাকি ছিল ধোনির।
advertisement

ওই পাঁচ সেন্টিমিটারের জন্যই বিশ্বকাপ ফাইনালে আর যেতে পারল না বিরাট কোহালির ভারত। শেষ পর্যন্ত টিকে থাকলে ধোনি হয়তো ফিনিশার হিসেবে ধরা দিতেন। ধোনির আগে রবীন্দ্র জাডেজা অসম্ভবকে সম্ভব করার মরিয়া একটা চেষ্টা করেছিলেন। কিন্তু, দিনটা ভারতের ছিল না। ভারত থামল ২২১ রানে। ১৮ রানে জিতে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিশ্বকাপ চাক্ষুস করতে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন বহু ভারতীয় ক্রিকেট সমর্কক ৷ আর এর চেয়েও বড় অংশের ক্রিকেট ফ্যানরা সারা দুপুর থেকে সন্ধে নজর রেখেছিলেন টিভির পর্দায় কিংবা মোবাইলে ৷ বাদ পড়েননি সেলেবরা ৷ বলিউড থেকে টলিউড সেলেবরা নজর রেখেছিলেন টিভির পর্দায় ৷ ব্যাপক ক্রিকেটভক্ত টলিউডের নায়ক অঙ্কুশও ৷ আর তিনিও এ দিন চোখ রেখেছিলেন চিভির পর্দায় ৷ আর ভারত বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই ভেঙে পড়েছেন এই বাঙালি অভিনেতা ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন তিনি ৷ অঙ্কুশ লিখেছেন,‘আমরা হেরে গিয়েছি ৷’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সেমিফাইনালেই থমকে গেল ভারতের বিশ্বকাপ অভিযান, কেঁদে ভাসালেন টলি অভিনেতা অঙ্কুশ