যেমন, নবদম্পতিদের মধ্যে অন্যতম গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। মহানায়ক উত্তম কুমারের পরিবারের বিয়ে বলে কথা! তাই এই বিয়ে নিয়ে প্রথম থেকেই মানুষের মধ্যে উত্তেজনা ছিল। প্রথম দোলে প্রেমের রঙে পরস্পরকে ভরিয়ে দিলেন দেবলীনা ও গৌরব। সাদা পোশাকে দোল খেললেন দু’জনে।
অন্যদিকে, উত্তমকুমারের দাদা তরুণকুমারের ঘরেও এসেছে গৃহলক্ষী । তরুণ কুমারের নাতি সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছে টেলি-অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের । তাই মহানায়কের বাড়িতে এ বছর দোল খেলার মজাই ছিল দ্বিগুণ । নতুন দুই বৌ’কে নিয়ে রং খেললেন পরিবারের সকলে । অন্যদিকে, দেবলীনা আর ত্বরিতা, দুই জা, দু’জনেই অভিনয় জগতের । বিয়ের আগে থেকেই তাঁদের বন্ধুত্ব । বিয়ের পরে তা যেন নতুন একটা মাত্রা পেয়েছে ।
তাই দুই জা মিলে দোলের দিন চুটিয়ে মজা করলেন । দু’জনেই সেজেছিলেন ধবধবে সাজা পোশাকে । দেবলীনা পরেছিলেন শাড়ি, আর ত্বরিতা আনারকলি চুড়িদার । রঙ খেলার পর দু’জনে চড়ে বসলেন বাইকে । যেন বাইক চালিয়ে দেবলীনা’কে নিয়ে আউটিংয়ে যাচ্ছেন ত্বরিতা । তবে পুরোটাই তাঁরা মশকরা করে করছেন সেটা বোঝাই যাচ্ছে ।