TRENDING:

দুপুর ঠাকুরপোরা শুনছেন? খোলা পিঠ আর লিকলিকে কোমরে ঝড় তুলতে এবার আসছে ফুলওয়া বৌদি

Last Updated:

‘গন্দি বাত’ খ্যাত ফ্লোরাই এবার আসছেন ‘হইচই’-এর ‘দুপুর ঠাকুরপো’র ফুলওয়া বৌদি হয়ে ৷ সদ্যই বাজারে এসেছে ফুলওয়া বৌদির ট্রেলর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আলসে দুপুরগুলো আর কাটতে চাইছে না? মন আর শরীর উতলা হয়ে উঠছে ? কিন্তু কাঙ্খিত জিনিসটা হাতে এসেও কিছুতেই যেন আসছে না ৷ বাইরে ঝমঝমিয়ে নেমেছে বর্ষা ৷ ঘরের ভিতর একটা মাখো মাখো ভাব ৷ এমন সময়ই পর্দা কাঁপিয়ে ঘরে এন্ট্রি নিতে চলেছেন ফুলওয়া বৌদি ৷ সত্যি যদি এমন কাউকে কামনা করে থাকেন, তাহলে তাঁকে রিয়েল লাইফে না পেতে পারেন, রিল লাইফে অবশ্যই পাবেন ৷
advertisement

কারণ এবার উমা বৌদি আর ঝুমা বৌদির পর ‘হইচই’-এ আসছেন ফুলওয়া বৌদি ৷ ভোজপুরী ইন্ডাস্ট্রি থেকে এসে বাঙালি ঠাকুরপোদের দুষ্টু মিষ্টি সুড়সুড়ি দিতে চলেছেন ফ্লোরা সাইনি ৷ ‘গন্দি বাত’ খ্যাত ফ্লোরাই এবার আসছেন ‘হইচই’-এর ‘দুপুর ঠাকুরপো’র ফুলওয়া বৌদি হয়ে ৷ সদ্যই বাজারে এসেছে ফুলওয়া বৌদির ট্রেলর ৷ ফ্লোরাল প্রিন্টের শাড়ি, কোলা পিঠ ব্লাউজ আর শরীরী হিল্লোল... মাত করেছেন ফ্লোরা ৷

advertisement

শোনা যাচ্ছে, পুজোর সময় আসবে নতুন এই ‘দুপুর ঠাকুরপো’ ৷ এবারের গল্প আগের দু’টোর থেকে সম্পূর্ণ আলাদা ৷ এবার নাকি ফুলওয়া বৌদির সাত দেওর ৷ একটি বিশেষ চরিত্রে আছেন গায়িকা জোজো।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
দুপুর ঠাকুরপোরা শুনছেন? খোলা পিঠ আর লিকলিকে কোমরে ঝড় তুলতে এবার আসছে ফুলওয়া বৌদি