চারিদিকে আতশবাজি, আলোর রোশনাই। মঞ্চে এলেন ‘ওয়ান অ্যন্ড অনলি হেলেন’। ব্যাকগ্রাউন্ড-এ বাজছে তাঁর আইকনিক গান। তালে তালে নেচে উঠলেন ভিনটেজ জমানার লাস্যপরী, মনিকা, আজও তিনি সকলের মনের ডার্লিং। হেলেনের সঙ্গে পা মেলালেন মহা গুরু মিঠুন চক্রবর্তীও। তৈরি হল ম্যাজিক্যাল মুহূর্ত।
সবুজ রঙের সিল্কের শাড়ি, সঙ্গে চওড়া লাল পাড়। গলায় পার্ল নেকলেস, কানে মুক্ত বসানো কানের দুল, কপালে লাল টিপ। সব মিলিয়ে স্নিগ্ধ লাগছিল হেলেনকে। এই শো-এর রেটিং বাড়ানোর চেষ্টায় রয়েছেন নির্মাতারা। একের পর এক বিশেষ অতিথিদের নিয়ে তৈরি হয়েছে বিশেষ পর্বও। এই ডান্স শো-এ, এর আগেও এসেছেন বহু বলিউডের তারকারা। অনিল কাপুর, রবিনা ট্যান্ডন, উর্মিলা মাতন্ডকর ও আরও অনেকে এসেছেন বিশেষ অতিথি হয়ে। ফাইনালে পর্বে থাকছেন রেমো ডি’সুজা ও সানি লিওনও। এই মঞ্চের পারদ আগেই ছড়িয়ে দিয়ে গিয়েছেন সানি। চমকে ভরা ফিন্যালে থাকছে দর্শকের জন্য।
advertisement