আরও পড়ুন Yuvaan turns 1 year: ১ বছরে পা দিল আদরের ইউভান, ছেলেকে জাপটে ধরে মা শুভশ্রী লিখলেন...
অপেক্ষা শেষ, মুক্তি পেয়েছে হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রীর ট্রেলার৷ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘ঠাকুরদার ঝুলি’র গল্প ‘সরকার মশাইয়ের থলে’ অবলম্বনেই তৈরি হয়েছে ছবিটি। মূখ্য ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, বরুণ চন্দ-সহ আরও অনেকে। এই ছবিটি নিয়ে বহু দিনের অপেক্ষা ছিল এবং ট্রেলার সামনে আসতেই সকলের বেশ পছন্দ হয়েছে৷ ছোটেদের গল্পের মোড়কে যে গল্প তুলে ধরা হবে তাতে মূলত থাকছে এক গূঢ় অর্থ৷ ট্রেলার দেখতে দেখতেই মনে পড়ে যাবে সত্যজিত রায়ের হিরক রাজার দেশে ছবিটি৷ এখানে যদিও রাজা নন, মন্ত্রীই ডেকে আনবেন সর্বনাশের ডাক৷
advertisement
বোম্বাগড় রাজ্যের রাজা হবুচন্দ্র৷ যাঁর রাজত্বে কোনও সমস্যা নেই৷ প্রজারা খুবই আনন্দে ও নিশ্চিন্তে থাকেন৷ রাণি কুসুমকলি ও রাজপুত্র প্রবাল কুমারকে নিয়ে সকলে ছিলেন খুবই সুখে৷ এক বৃদ্ধ মন্ত্রী ছিলেন, যিনি অত্যন্ত প্রাজ্ঞ৷ তবে একটাই দুঃখ ছিল রাজার, তাঁর কোনও কন্যা সন্তান ছিল না৷ শেষে যেদিন রাণির কন্যা সন্তান হল, সেদিন যেন ১৬ আনা পূর্ণ হল বোম্বাগড় রাজ্যে৷ আর সেদিন দেখা মিলল এক অদ্ভূত মানুষ, গবুচন্দ্রের৷ তাঁকে রাজ দরবারে ডেকে নিয়ে এলেন রাজা, করা হল নতুন মন্ত্রী৷ সেই মন্ত্রীর হাতে ধীরে ধীরে পাল্টে গেল রাজ্যের হাল৷ সেই গল্পই দেখা যাবে এই ছবিতে৷
ছবির আরও দুটি আকর্ষণ থাকবে৷ এক, শোনা যাবে প্রয়াত কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) কণ্ঠ, তিনিই ছবির সূত্রধর৷ দ্বিতীয় কবীর সুমনের (Kabir Suman) গান৷ তিনি এই ছবির সঙ্গীত পরিচালক৷ সব মিলিয়ে প্রথম থেকেই ভাল সাড়া পেয়েছে এই ছবি, এখন বড় পর্দায় মুক্তির অপেক্ষায় এই ছবি৷