TRENDING:

Golondaaj trailer: 'গোলন্দাজ'-এ দেব একেবারে নতুন রূপে! ট্রেলারেই বাজিমাত অভিনেতার

Last Updated:

Golondaaj trailer: পুজোতে এবার মুক্তি পাচ্ছে একঝাঁক বহু প্রতীক্ষীত বাংলা ছবি। আর তাদের মধ্যে অন্যতম হল 'গোলন্দাজ'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার পুজোয় বাঙালি মাতবে ফুটবলে। পুজোতে এবার মুক্তি পাচ্ছে একঝাঁক বহু প্রতীক্ষীত বাংলা ছবি। আর তাদের মধ্যে অন্যতম হল 'গোলন্দাজ'। সেই ছবিরই ট্রেলার (Golondaaj trailer) মুক্তি পেল আজ শুক্রবার। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ছবির ট্রেলার ইতিবাচক সাড়া ফেলে দিয়েছে। ছবির ঘোষণা গত বছরই হয়ে গিয়েছিল। তাই গোলন্দাজ নিয়ে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলেন দর্শকরা। সেই অপেক্ষা বিফলে যাবে না, এমনই আশা করছেন দর্শকরা।
বাঙালি আবার হলমুখী 'গোলন্দাজ'-এর হাত ধরে! প্রথম সপ্তাহেই বড় অঙ্কের ব্যবসা দেবের ছবির
বাঙালি আবার হলমুখী 'গোলন্দাজ'-এর হাত ধরে! প্রথম সপ্তাহেই বড় অঙ্কের ব্যবসা দেবের ছবির
advertisement

বাঙালির ফুটবল প্রেমের সূচনায় যাঁর অশেষ ভূমিকা রয়েছে সেই নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন নিয়ে তৈরি ছবি গোলন্দাজ। ইতিহাসের পাতা যে ছবির পর্দায় ধরা দেবে তা বলাই বাহুল্য। ছবিতে নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় অভিনয় করবেন দেব (Dev)। দেবকে নানারকম চরিত্রে দেখেছে বাঙালি দর্শক। তবে এই চরিত্রে একেবারে নতুন রূপে তাঁকে আবিষ্কার করার সুযোগ রয়েছে, তা ট্রেলারই (Golondaaj trailer) বলে দেয়। এই চরিত্রের জন্য বহু পরিশ্রমও করেছেন অভিনেতা। প্রতিটি দৃশ্যে প্রায় নিজেকে প্রমাণ করেছেন দেব। ছবির পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন- প্রযোজক জিতের নতুন ছবির কাজ শুরু অভিনেতা প্রসেনজিতের

নগেন্দ্রপ্রসাদের ছোটবেলার চরিত্রে এক শিশুশিল্পীকেও দেখা গিয়েছে ট্রেলারে। সেও নজর কেড়েছে কারণ পরিণত নগেন্দ্রপ্রসাদ অর্থাৎ দেব-এর মুখের সঙ্গে রয়েছে তার চোখে পড়ার মতো মিল। ট্রেলারে কম উপস্থিতি থাকলেও অবশ্যই স্বমহিমায় নজর কেড়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। (Anirban Bhattacharya) ট্রেলারে তাঁর কণ্ঠে ভাষ্যও রয়েছে। অনির্বাণকে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে দেখা যাবে। নগেন্দ্রপ্রসাদের স্ত্রী কমলিনীর চরিত্রে অভিনয় করছেন ঈশা সাহা। অর্থাৎ এই ছবিতে এক নতুন জুটিও দেখতে পাবে দর্শক।

advertisement

ছবিতে উঠে আসবে নগেন্দ্রপ্রসাদের ফুটবলের প্রতি প্রেম ও ইংরেজ সেনাদের বিরুদ্ধে ফুটবলকেই হাতিয়ার করে রুখে দাঁড়ানোর গল্প। ফুটবলের প্রতি তাঁর একাগ্রতা ও নিজের লক্ষ্যে স্থির থাকার গল্পই বলার চেষ্টা করেছেন পরিচালক। সেই ঝলকই ধরা পড়ল এই আড়াই মিনিটের ট্রেলারে (Golondaaj trailer)। ছবির ট্রেলার দেখে ইতিমধ্যেই মুগ্ধ নেটিজেন। সোশ্যাল মিডিয়া জুড়ে তাই আজ ট্রেন্ডিং গোলন্দাজ-এর ট্রেলার। আর তাই আশা করা যায় যে পুজোর সময়ে প্রেক্ষাগৃহে মানুষ ভালোই ভিড় করবে গোলন্দাজ দেখতে। আগামী ১০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আরও পড়ুন- বলিউডে দিতিপ্রিয়ার 'দাদা' পাতাললোক-এর হাতোড়া ত্যাগী! মুম্বইতে কেমন কাটছে অভিনেত্রীর

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Golondaaj trailer: 'গোলন্দাজ'-এ দেব একেবারে নতুন রূপে! ট্রেলারেই বাজিমাত অভিনেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল