পুজোর ক'দিন দেবের 'গোলন্দাজ' (Golondaaj) দেখতে দর্শকরা সিনেমা হল প্রায় হাউজফুল করে দিয়েছে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি ২ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। করোনা পরিস্থিতিতেও সিনেমা দেখতে মানুষ হলমুখী হওয়ায় আশা দেখছেন ইন্ডাস্ট্রির মানুষ। করোনা আবহ আরও যত কমবে, তত মানুষ বড় পর্দায় সিনেমা দেখতে আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
এই ছবিতে (Golondaaj) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন দেব। বাঙালির ফুটবল প্রেমের সূচনায় তাঁর অশেষ অবদান রয়েছে। ইতিহাসের পাতা থেকে তাঁর জীবন নিয়ে নানা ঘটনা তুলে ধরা হয়েছে। আর তাই দেবকে ধুতি পরে ফুটবল খেলতে দেখা গিয়েছে। দেবকে নানারকম চরিত্রে দেখেছে বাঙালি দর্শক। তবে এটিই দেবের প্রথম অভিনয় করা বায়োপিক। এই ছবির মাধ্যমে মানুষ আবার হলমুখী হওয়ায় আনন্দিত স্বয়ং অভিনেতাও। ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্যও (Anirban Bhattacharya)। স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। নগেন্দ্রপ্রসাদের স্ত্রী কমলিনীর চরিত্রে অভিনয় করেছেন ঈশা সাহা (Isha Saha)।
আরও পড়ুন- তীব্র যন্ত্রণা নিয়ে শ্যুটিং করেছিলেন! FIR ছবির অভিজ্ঞতা জানালেন ঋতাভরী
প্রসঙ্গত, এই ছবি মুক্তির ঘোষণার সময় থেকেই দর্শকদের উত্তেজনা ছিল তুমুলে। ছবির ঘোষণা হয়েছিল গত বছরেই। তাই ছবি নিয়ে আগ্রহও তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে কিন্তু করোনার কারণে ছবির কাজ ও মুক্তির তারিখও পিছিয়ে যায়।
আরও পড়ুন-'নিজের ইচ্ছেয় ভ্যাকসিন নিইনি', করোনা পজিটিভ হয়ে কী বলছেন পূজা বেদী