TRENDING:

‘দিবে আর নিবে, মিলাবে মিলিবে...’৮৭-র গ্যালারি কাঁপানো চারুলতায় মজলেন সৃজিত মুখোপাধ্যায়

Last Updated:

মঙ্গলবার বিশ্বকাপের মঞ্চে ভারত-বাংলাদেশের দ্বৈরথের মধ্যে প্রায় সমস্ত লাইম লাইটটাই কেড়ে নিয়ে গেলেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বার্মিংহাম: গ্যালারি তখন নীলে নীল ৷ রোহিত শর্মার একেকটা ছক্কায় দ্রুত মুছে যাচ্ছে এজবাস্টনের গ্যালারি আর কলকাতার গলি ঘুঁজি ৷ তার মধ্যেও বারবার চোখ আটকে যাচ্ছে তোবড়ানো গালে তেরঙ্গার উজ্জ্বল উপস্থিতিটায় ৷ তাঁর আকর্ষণেই মজল আসমুদ্র হিমাচল ৷ বার্মিংহাম থেকে টলিউড ৷
advertisement

মঙ্গলবার ধারাভাষ্য দেওয়ার ফাঁকে এজবাস্টনের গ্যালারিতে তাঁকে হুইলচেয়ারে আবিষ্কার করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তারপরেই ৮৭ বছরের ‘তরুণী’ এই ভারচীয় ফ্যানের ছবি, ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ প্রাণপ্রাচুর্যে ভরপুর কে এই ভক্ত ? জানা যায়, প্রবাসী বাঙালী ওই বৃদ্ধার নাম চারুলতা প্যাটেল ৷ তাঁর জন্ম তানজানিয়াতে হলেও, বাবা-মা দু’জনেই ভারতীয় ৷ তাই দেশের প্রতি আলাদা একটা টান সব সময়ই অনুভব করেন চারুলতা ৷ ১৯৮৩-র বিশ্বকাপের ফাইনালেও গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি ৷ আর মঙ্গলবার বিশ্বকাপের মঞ্চে ভারত-বাংলাদেশের দ্বৈরথের মধ্যে প্রায় সমস্ত লাইম লাইটটাই কেড়ে নিয়ে গেলেন তিনি ৷ যা ২-৪ ফোঁটা পড়ে রইল তাঁর ভাগ পেলেন রোহিত-শাকিবরা ৷

advertisement

চারুলতাকে নিয়ে যখন উন্মাদনার স্রোত বইছে তখনই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও আটকে রাখতে পারলেন না নিজেকে ৷ বিরাটকে আদর করার চারুলতার একটি ছবি তিনি পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ৷ সঙ্গে ক্যাপশনটি ছিল মন ছুঁয়ে যাওয়া ৷ রবি ঠাকুরের লেখা ‘হে মোর চিত্ত, পূণ্য তীর্থে’ থেকে বিখ্যাত কয়েকটি লাইন-

‘‘দিবে আর নিবে, মিলাবে মিলিবে

advertisement

যাবে না ফিরে,

এই ভারতের মহামানবের

সাগরতীরে।’’

গতকাল ছিল এমন একটা দিন, যেদিন বাঙালি হিসেবে গর্ব করা যায় ৷ এ দিনই বিশ্বকাপের জাতীয় মঞ্চে একসঙ্গে বেজে উঠল দু’টি জাতীয় সঙ্গীত ৷ যে দু’টিই একজন বাঙালির লেখা ৷ দু’টি রবীন্দ্রসঙ্গীতের সুরে উঠে দাঁড়াল গোটা গ্যালারি ৷ অভাবনীয় ছাড়া আর কীই বা বলা যায় এই ঘটনাকে?

advertisement

বিদেশের মাটিতে দেশের প্রতি নিবেদিতপ্রাণ চারুলতাও যেন সকলের কাছে তেমনই বিষ্ময়ের অবতারণা করলেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
এই শীতে বাজারে এসেছে সুগার ফ্রি খেজুর গুড়! খেতে পারবেন ডায়াবেটিসের রোগীরাও
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘দিবে আর নিবে, মিলাবে মিলিবে...’৮৭-র গ্যালারি কাঁপানো চারুলতায় মজলেন সৃজিত মুখোপাধ্যায়