গত রবিবার ছিল ‘মোহর’ ধারাবাহিকের নায়িকা মোহর ওরফে সোনামণি সাহার জন্মদিন । সে কথা ভোলেননি সুব্রত । ফেসবুকে সোনামণি’কে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখলেন, “ভাল থেকো, আরও ভাল কাজ করো। অনেক বড় হও। আমার ভালবাসা সব সময় তোমার সঙ্গে থাকবে।” সঙ্গে মিষ্টি প্রশ্ন করলেন, “মোমো খেয়েছ আজকে?”
advertisement
প্রসঙ্গত, পেশায় কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে সোনামণির বিয়ে হয়েছিল ২০১৫ সালে । তখন নায়িকার বয়স মোটে ১৮ বছর । কিন্তু সেই বিবাহিত সম্পর্ক সুখের হয়নি । কিছুদিন আগেই সোনামণি সাহার ‘ম্যারিটাল স্টেটাস’ ঘিরে উত্তাল হয়েছিল টলিপাড়া । একটি সাক্ষাৎকারে নিজেকে ‘সিঙ্গল’ বলে দাবি করেছিলেন সোনামণি । কিন্তু তারপরেই সুব্রতবাবু সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি পোস্ট করেন এবং দাবি করেন সোনামণি মোটেই সিঙ্গল নন, তিনি বিবাহিতা ।
তবে অভিনেত্রী গত দেড় বছর ধরে স্বামীর থেকে আলাদা থাকছেন । খাতায় কলমে তাঁদের এখনও ডিভোর্স না হলেও তাঁরা এই মুহূর্তে সেপারেশনে রয়েছেন বলে জানা যাচ্ছে । এ ব্যাপারে সোনামণি’কে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বলেন, ব্যক্তিগত ব্যাপারে তিনি মুখ খুলবেন না । অবশ্য মুখ খুললে অনেককে জেলে থাকতে হত বলেও দাবি করেন তিনি । তবে ঠিক কী কারণে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে সে কথা কখনও খোলসা করেননি নায়িকা । সোনামণির প্রথম ধারাবাহিক ‘দেবী চৌধুরানি’র সহ-অভিনেতা রাহুল মজুমদারের রিসেপশনে শেষ বার একসঙ্গে দেখা গিয়েছিল সব্রুত আর সোনামণিকে ।