খুব স্বাভাবিক ভাবেই শুভশ্রী করোনা আক্রান্ত হওয়ার খবরে অনেকেই বেশ উদ্বিগ্ন । তার কারণ সদ্য মা হয়েছেন নায়িকা । ৭ মাসের ছোট্ট ইউভান এখনও দুধের শিশু । তার মধ্যে বাবা রাজ চক্রবর্তী কলকাতার বাড়িতে নেই বহুদিন । এ বছর প্রথম রাজনীতির আঙিনায় নেমেছে রাজ । ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তিনি । তাই প্রচারের কাজে এক মাসের বেশি সময় ধরে ব্যারাকপুরেই ঘাঁটি গেড়েছেন তিনি । ফলে ছোট্ট ইউভানকে একাই সামলাচ্ছিলেন শুভশ্রী । এ দিকে বাড়িতে আছেন রাজের বৃদ্ধা মা’ও ।
advertisement
তবে শুভশ্রী নিজেই ভক্তদের শঙ্কা দূর করতে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণভাবে কোয়ারেন্টাইনে আছেন । ইউভান সম্পূর্ণ সুস্থ আছে । তবে এতদিন ছোট্ট সন্তানকে ছেড়ে থাকতে তাঁর কষ্ট হচ্ছে সে কথাও জানিয়েছিলেন । তিনি মা, তাই এই যন্ত্রণাটুকু হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার । কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর এই পোস্টের পর থেকেই শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং । ‘দায়িত্বজ্ঞানহীন মা’ বলেও খোঁটা দেওয়া হয়েছে তাঁকে ।
আসলে কিছুদিন আগেই ব্যারাকপুরে স্বামীর রাজের হয়ে প্রচারে ও মনোনয়পত্র জমা দেওয়ার দিন সেখানে উপস্থিত ছিলেন শুভশ্রী । সে দিন বহু মানুষের সংস্পর্শে এসেছিলেন নায়িকা । বিশাল মিছিল বেরিয়েছিল রাজ-শুভশ্রীর সমর্থনে । সেই প্রচার পর্ব মিটিয়ে বাড়ি ফেরার পরেই তিনি করোনা আক্রান্ত হন । আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর তুলোধনা করেছেন নেটিজেনদের একাংশ । কেউ লিখেছেন, ‘‘বাড়িতে বাচ্চা রয়েছে সেই খেয়াল না রেখেই স্বামীর সঙ্গে প্রচারে চলে গিয়েছেন বলেই এমনটা হয়েছে ।’’ কেউ লিখেছেন, প্রচারে যাওয়ার সময় কেন এই কথাগুলো মনে ছিল না?’’