TRENDING:

প্রকাশ্যে এল ট্রেলার, পুজোয় হলে মুক্তির অপেক্ষায় যশ-মিমি-নুসরতের ছবি, দেখুন...

Last Updated:

তবে ১৭ অক্টোবর মুক্তি পাবে তাঁদের ছবি৷ তার আগে খুলে যাচ্ছে সিনেমা হলগুলি৷ তাই পুজোয়ে জমিয়ে হলে এই ছবি দেখতে পারবেন দর্শকরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অপেক্ষার শেষ৷ পুজোর আগেই দর্শকদের সামনে বড়পর্দায় আসছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান(Nusrat Jahan) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। মুক্তি পেতে চলেছে তাঁদের ছবি৷ 'এসওএস কলকাতা' (SOS Kolkata) ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। ছবিটির টিজার ও ট্রেলার প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই এবং দর্শকদের মনে ধরেছে বেশ। নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী ছাড়াও বাংলা চলচ্চিত্রের স্টার যশকে ছবিতে দেখা যাবে। এসওএস কলকাতার টিজারে নুসরতকে দেখা গিয়েছে পুলিশ ইউনিফর্মে৷ তবে মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছে সাধারণ সাদা শাড়িতে৷
advertisement

মিমি চক্রবর্তী, নুসরত জাহান এবং যশ অভিনীত এসওএস কলকাতা মুক্তি পাবে ১৭ অক্টোবর। তবে, বাংলা চলচ্চিত্রের দর্শকদের মধ্যে এ নিয়ে উত্তেজনা রয়েছে। তাত্পর্যপূর্ণভাবে, এই ছবিটি আনলক প্রক্রিয়া চলাকালীন ঘোষিত হয়েছিল। সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান সোশ্যাল মিডিয়া নিজের এই ছবির টিজার পোস্ট করেন৷ এবং পোস্ট করেন ছবির ট্রলারও৷ একেবারে অ্যাকশনে ঠাসা এই ছবিতে শুধু নায়ক নয়, নায়িকারাও রীতিমত ফাইট করেছেন!

advertisement

advertisement

তবে কিছুদিন আগেই নুসরত জাহানকে নিয়ে তুমুল বিতর্ক হয়৷ মহালয়ায় দুর্গা রূপে তাঁর সাজ নিয়ে শুনতে হয় নানা রকম মন্তব্য৷ পড়তে হয় খুন-ধর্ষণের হুমকির সামনে৷ তাঁর ছবি নিষিদ্ধ ঘোষণা করার হুমকিও দেওয়া হয়৷ বর্তমানে লন্ডনে একটি ছবির শুটিংয়ের জন্য রয়েছেন অভিনেত্রী। সেখানেই বাধ্য হয়ে ভারতীয় হাই কমিশনের কাছে নিরাপত্তা চাইতে হয় নুসরতকে। এমনকী পশ্চিমবঙ্গ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছেও নিরাপত্তা ব্যবস্থার আর্জি জানিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে ১৭ অক্টোবর মুক্তি পাবে তাঁদের ছবি৷ তার আগে খুলে যাচ্ছে সিনেমা হলগুলি৷ তাই পুজোয়ে জমিয়ে হলে এই ছবি দেখতে পারবেন দর্শকরা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রকাশ্যে এল ট্রেলার, পুজোয় হলে মুক্তির অপেক্ষায় যশ-মিমি-নুসরতের ছবি, দেখুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল