TRENDING:

'মিস কল' দিয়ে মজা পেতেন যুবতী, একদিন নিজেই হয়ে গেলেন নিখোঁজ! টানটান ছবির গল্প

Last Updated:

কিছু দিন আগেই একই হাউজ থেকেই মুক্তি পেয়েছিল বনি - কৌশানি অভিনীত ছবি 'তুমি আসবে বলে'। 'মিস কল' মুক্তি পাবে ২৬ ফেব্রুয়ারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রেমের মাসে আসছে নতুন প্রেমের বাংলা ছবি 'মিস কল'। সুরিন্দর ফিল্মসের ব্যানারে প্রযোজিত এই ছবি প্রেমের গল্প হলেও আছে এক্কেবারে অন্য টুইস্ট। ছবির মুখ্য চরিত্রে সোহম -ঋত্ত্বিাকা। ছবির পরিচালনায় রবি কিনাগী।
advertisement

প্রেমের ছবি হলেও যেহেতু একটা দারুণ টুইস্ট রয়েছে সেই কারণেই গল্প নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে।কীভাবে এগোয় ছবির গল্প? গল্পে রয়েছে কলেজ পড়ুয়া লীলা। অজানা নম্বরে মিস কল দেওয়াই লীলার টাইমপাস। মজার জন্যই বিভিন্ন সময়ে অজানা নম্বরে কল করে মজা করে সে। এই ভাবেই মিস কল দেওয়ায় তাঁর আলাপ হয় কৃষ্ণর সঙ্গে।ছেলেটির সঙ্গে দারুণ বন্ধুত্ব হয়ে যায় তাঁর। গল্পে টুইস্ট আসে যখন হঠাৎ একদিন লীলা নিখোঁজ হয়ে যায়।কল রেজিস্টারে পুলিশ কৃষ্ণর নাম ও নম্বর পায়। কী হয় তার পরে? সেটাই বলবে এই প্রেমের ছবি। ছবির মিউজিক করেছেন স্যাভি।

advertisement

গত বছরটা মহামারীর কারণে সবার জন্যই ছিল ভয়াবহ। ফিল্ম ইন্ডাস্ট্রিরও ছিল তথৈবচ অবস্থা। প্রচুর ছবি হয়ে পরে রয়েছে যেগুলো রিলিজ করার কথা ভাবতেই পারছেন না প্রযোজকরা। কারণ দর্শক নেই। কিন্তু এরই মধ্যে কিছু সাহসী প্রযোজক আচ্ছেন যারা মনে করেন দ্যা শো মোস্ট গো অন এবং ঠিক সেই কারণেই মুক্তি পাচ্ছে বেশ কিছু ছবি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১০০ বছরের ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে ভারতীয় রেল, জানেন কি ইংরেজ আমলে শুরু হয়েছিল রেলওয়ে মেল
আরও দেখুন

কিছু দিন আগেই একই হাউজ থেকেই মুক্তি পেয়েছিল বনি - কৌশানি অভিনীত ছবি 'তুমি আসবে বলে'। 'মিস কল' মুক্তি পাবে ২৬ ফেব্রুয়ারি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
'মিস কল' দিয়ে মজা পেতেন যুবতী, একদিন নিজেই হয়ে গেলেন নিখোঁজ! টানটান ছবির গল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল