একের পর এক বাণিজ্যিক সফল ছবিতে অভিনয় করেছেন অপরাজিতা (Aparajita Adhya actress)৷ ঋতুপর্ণ ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় সব পরিচালকের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ এমনকী হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি৷ একসঙ্গেই বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি৷ বহু ধারাবাহিকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন৷ তিনি যে খুবই ভাল অভিনেত্রী তা নিয়ে কোনও সন্দেহই নেই৷
advertisement
তবে করোনা ভাইরাস ও লকডাউনের ফলে কিছুটা কাজের গতি কমেছে সব অভিনেতা-অভিনেত্রীর৷ অনেক ছবির কাজ পিছিয়ে গিয়েছে৷ ছবি মুক্তি বন্ধ রয়েছে৷ একই সঙ্গে সিরিয়ালগুলিও শ্যুট ফ্রম হোম হচ্ছে কখনও কখনও৷ এখন যদিও পরিস্থিতি কিছুটা অন্যরকম৷ দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত কমেছে৷ পরিচালক পাভেলের ছবি মন খারাপ অভিনয় করছেন অপরাজিতা৷ শ্যুটিং-ও হয়ে গিয়েছে৷ কিছুটা টালমাটাল অবস্থা কাটিয়ে উঠছে ফিল্ম ইন্ডাস্ট্রির৷ তবে তার মাঝেই নিয়ম করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অপরাজিতা আঢ্যও৷ তিনি বেশ সক্রিয় ইনস্টাগ্রামে৷ সেখানে তিনি নিয়মিত নিজের নাচের ভিডিও পোস্ট করেন৷ সুন্দর একটি লোকেশনে দারুণ উপস্থাপনা করলেন অপাদি৷ তাঁর নাচও মনে ধরল ভক্তদের৷