দুই নম্বরেও নিজেদের পাকাপাকি জায়গা করে নিয়েছে জি বাংলার (Bangla serial TRP) 'অপরাজিতা অপু'। এই সপ্তাহে এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৮.৯। প্রথম দুটি ধারাবাহিক নিজের স্থানে স্থির থাকলেও তিন নম্বর থেকে ওঠানামা করছে অন্যান্য ধারাবাহিকগুলি। এই সপ্তাহে তিন নম্বরে রয়েছে জি বাংলারই দুটি ধারাবাহিক- 'কৃষ্ণকলি' ও 'উমা'। দুটিতেই প্রধান চরিত্রে রয়েছেন নীল ভট্টাচার্য। এই দুটি ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৮.৭। এর পরেই চার নম্বরে রয়েছে জি বাংলার 'যমুনা ঢাকি' যার রেটিং পয়েন্ট ৮.৩। তার পরেই ৮.২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণী'।
advertisement
ছয় নম্বরে রয়েছে এই সপ্তাহে তিনটি ধারাবাহিক। স্টার জলসার 'খড়কুটো' (Bangla serial TRP) বরাবরই দর্শকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এবার যেন এই ধারাবাহিক আরও স্পেশাল হয়ে উঠেছে কারণ অবশেষে গুনগুন ও সৌজন্যের নিখাদ প্রেমপর্ব দেখতে পাচ্ছেন দর্শকরা। ছয় নম্বরে ৭.৭ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে 'খড়কুটো', 'ধুলোকণা' ও জি বাংলার 'সর্বজয়া'। সাত নম্বরে রয়েছে স্টার জলসার 'মন ফাগুন' যার রেটিং পয়েন্ট ৭।
আরও পড়ুন- রূপঙ্করের গানে গানেই পাহাড় ঘেরা উপত্যকা থেকে ঘুরে আসুন
আট নম্বরেও রয়েছে জি বাংলার দুটি ধারাবাহিক- 'কড়িখেলা' এবং এই 'পথ যদি না শেষ হয়'। রেটিং পয়েন্ট ৬.৮। নয় নম্বরে রয়েছে স্টার জলসার 'শ্রীময়ী'। এর রেটিং পয়েন্ট ৬.৫। বেশ কয়েক সপ্তাহ ধরেই নীচের দিকে চলে এসেছে এই ধারাবাহিক। দশ নম্বরে রয়েছে জি বাংলার 'রিমলি' যার রেটিং পয়েন্ট ৬.১। এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা-
১) মিঠাই- ১১.৩
২) অপরাজিতা অপু- ৮.৯
৩) কৃষ্ণকলি, উমা- ৮.৭
৪) যমুনা ঢাকি- ৮.৩
৫) করুণাময়ী রাণী রাসমণী- ৮.২
৬) খড়কুটো, ধুলোকণা, সর্বজয়া- ৭.৭
৭) মন ফাগুন- ৭
৮) কড়িখেলা, এই পথ যদি না শেষ হয়- ৬.৮
৯) শ্রীময়ী- ৬.৫
১০) রিমলি- ৬.১
আরও পড়ুন- প্রকাশিত হল মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবিতে মিমি চক্রবর্তীর লুক