তবে এই প্রেমের গল্প, ছবির প্রেম থেকে একেবারেই আলাদা। এই গল্পে মিলন হয়েও কোথাও যেন বাধা রয়ে যায়। মিল হয়েও মিল হয় না। তবে নায়ক নায়িকার মধ্যে রসায়নও অন্য রকম ভাবে তুলে ধরা হয়েছে। পুরো বিষয়টা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক (Bangla serial)। কিন্তু কেমন এই ধারাবাহিকের গল্প? তা সংক্ষেপে রইল দর্শকের জন্য।
advertisement
ধনী ব্যবসায়ী পরিবারের একমাত্র মেয়ে রোজা। রূপাইয়ের সঙ্গে আলাপ হয় তার। সেই আলাপ প্রেমে রূপান্তরিত হতে বিশেষ সময় লাগে না। তবে রুপাই আর্থিক ভাবে একেবারেই স্বচ্ছল নয়। রোজা ও রূপাইয়ের প্রেমের কথা জানতে পারে রোজার বাবা। মেয়ের ভালোর জন্য রোজার অন্যত্র বিয়ের বন্দোবস্ত করেন তিনি। অবস্থাপন্ন পরিবারের ছেলে অঙ্কুশের সঙ্গে মেয়ে রোজার বিয়ে ঠিক করেন তিনি। বিয়ে আটকানোর আর কোনও উপায় না দেখতে পেয়ে অঙ্কুশকে, নিজের ও রূপাইয়ের সম্পর্কের কথা খুলে বলে রোজা।
সব শুনে, অঙ্কুশই বিয়ে ভেঙে দেয়। অঙ্কুশের বিয়ে ভেঙে দেওয়ার কারণ, কিছুতেই বুঝে উঠতে পারে না রোজার বাবা। এমন সময়ে, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রূপাইকে বিয়ে করে রোজা। তাদের সংসার কি সুখের হয়? জানতে দেখুন এই ধারাবাহিক।
আরও পড়ুন- নিজের শরীরেই সিদ্ধার্থের ছবি খোদাই করলেন শেহনাজের ভাই! পোস্ট দেখে আবেগে ভাসলেন নেটিজেন
এই ধারাবাহিকের (Bangla serial) মুখ্য চরিত্রে অভিনয় করছেন পিয়া দেবনাথ, অর্ণব চৌধুরী, মালবিকা সেন, মিলন রায়চৌধুরী, চণ্ডী দাস কুমার, মোনালিয়া পাল, রাহুল চক্রবর্তী, সুবান রায়, পৌলমী দাস ও আরও অনেকে। সম্প্রতি হয়ে গেল ধারাবাহিকের সাংবাদিক বৈঠক। উপস্থিত ছিলেন ধারাবাহিকের কলাকুশলীরা। 'রোজা'-র পরিচালনা করেছেন প্রবীর গঙ্গোপাধ্যায়। ১৯শে সেপ্টেম্বর থেকে রাত সাড়ে আটটায় সম্প্রচারিত হবে 'রোজা'। দেখা যাবে এন্টারটেন বাংলা চ্যনেলে।
অরুণিমা দে