TRENDING:

শ্রীকান্ত মোহতার জামিনের আবেদন খারিজ করল আদালত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভুবনেশ্বর : রোজভ্যালি কাণ্ডে এসভিএফ কর্ণধার শ্রীকান্ত মোহতার জেল হেফাজতের আবেদন খারিজ করল ভুবনেশ্বরের সিবিআই আদালত ৷ গত সপ্তাহের বৃহস্পতিবার অ্যাক্রোপলিস বিল্ডিংয়ে বৃহস্পতিবার কসবায় এসভিএফ-এর অফিস থেকেই শ্রীকান্ত মোহতাকে সিজিও কমপ্লেক্সে তুলে নিয়ে যায় সিবিআই। পরে তাঁকে গ্রেফতার করা হয়। রাতভর জেরার পর পরদিন দুপুরে এসভিএফ কর্ণধারকে নিয়ে ভুবনেশ্বর উড়ে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী অফিসাররা।
advertisement

জামিনের আবেদন জানিছিলেন শ্রীকান্ত ৷ তবে আজ মঙ্গলবার তাঁর সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায় ৷ তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে ৷ এর আগে ভুবনেশ্বর আদালতে শুনানির সময় শ্রীকান্ত মোহতাকে নিজেদের হেফাজতে চায়নি সিবিআই ৷ দলে জেল হেফাজতের আবেদন জানানো হয় সিবিআই-এর তরফে। সিবিআই-এর আইনজীবী দাবি করেছেন, স্বাস্থ্যের কারণেই ধৃত শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধারকে সিবিআই হেফাজত চাওয়া হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে, আদালতে তাঁর মক্কেলের জামিনের জন্য আবেদন করেন শ্রীকান্ত মোহতার আইনজীবী। তিনি দাবি করেন, এসভিএফ-এর সব লেনদেন স্বচ্ছ। কোনও তথ্য প্রমাণ নেই সিবিআই-এর হাতে। আদালতে কোনও তথ্য প্রমাণ-ই পেশ করতে পারেনি সিবিআই। যা খারিজ করে দিয়ে পাল্টা যুক্তি দেয় সিবিআই।

বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্রীকান্ত মোহতার জামিনের আবেদন খারিজ করল আদালত