জামিনের আবেদন জানিছিলেন শ্রীকান্ত ৷ তবে আজ মঙ্গলবার তাঁর সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায় ৷ তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে ৷ এর আগে ভুবনেশ্বর আদালতে শুনানির সময় শ্রীকান্ত মোহতাকে নিজেদের হেফাজতে চায়নি সিবিআই ৷ দলে জেল হেফাজতের আবেদন জানানো হয় সিবিআই-এর তরফে। সিবিআই-এর আইনজীবী দাবি করেছেন, স্বাস্থ্যের কারণেই ধৃত শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধারকে সিবিআই হেফাজত চাওয়া হয়নি।
advertisement
অন্যদিকে, আদালতে তাঁর মক্কেলের জামিনের জন্য আবেদন করেন শ্রীকান্ত মোহতার আইনজীবী। তিনি দাবি করেন, এসভিএফ-এর সব লেনদেন স্বচ্ছ। কোনও তথ্য প্রমাণ নেই সিবিআই-এর হাতে। আদালতে কোনও তথ্য প্রমাণ-ই পেশ করতে পারেনি সিবিআই। যা খারিজ করে দিয়ে পাল্টা যুক্তি দেয় সিবিআই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2019 6:00 PM IST