TRENDING:

Bengali Web Series: অংশুমানের সাইকো ড্রামায় জুটি বাঁধলেন অনিন্দ পুলক ও সায়ন্তনী

Last Updated:

ওয়েববক্স ওটিটি প্ল্যাটফর্মে (OTT Webbox) দেখা যাবে অংশুমান বন্দ্যোপাধ্যায়ের লার্জ পেগ৷ (Bengali Web series) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 12 seconds-র পর এবার ওয়েব সিরিজ (Bengali Web Series) দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক অংশুমান বন্দ্যোপাধ্যায় (Angsuman Banerji)৷ এই ওয়েব সিরিজের নাম লার্জ পেগ (Large Peg)৷ যা সাইকোলজিক্যাল থ্রিলার (Psychological Thriller) ধর্মী৷ আপাতত সিনেমা হলের দশা বেহাল৷ করোনা কালে বাড়িতে বসে ওটিটি প্ল্যাটফর্মে ছবি বা সিরিজ দেখতে অভ্যস্ত হয়েছেন অনেকে৷ ফলে বেড়েছে ডিজিটাল মাধ্যমের গুরুত্বও৷ তাই তো পরিচালক অংশুমানের ওয়েব সিরিজ লার্জ পেগ নিয়েও আশা বাড়ছে৷
advertisement

এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়(Anindya Pulak Banerjee), সায়ন্তনী গুহঠাকুরতা , Sayantani Guha Thakurata), শ্রীতমা দে৷ নতুন মুখ হিসেবে থাকছেন সারা নাথ ও পায়েল রায়৷ সিরিজটির ভাবনা, চিত্রনাট্য ও পরিচালনার করেছেন অংশুমান নিজে৷ গল্প লিখেছেন সৈকত ঘোষ, সংলাপ লিখেছেন প্রত্যুষা ঘোষ৷ চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং এই ওয়েব সিরিজের সঙ্গীত পরিচালক শমীক কুন্ডু৷

advertisement

আরও পড়ুন Sandy Saha| Yash Dasgupta: অবশেষে ইচ্ছেপূরণ! সিঁথি রাঙিয়ে দিলেন যশ দাশগুপ্ত, সুপার ভাইরাল ভিডিও...

২০০১ থেকে পরিচালনায় রয়েছেন অংশুমান৷ তিনি একাধারে কবি ও ফ্যাশন ফটোগ্রাফার৷ টেলিভিশনে বিভিন্ন জনপ্রিয় ফিকশন-ননফিকশনে সহকারি পরিচালক হিসেবে কাজ করার পর, অন্যান্য মাধ্যমে নিজের কাজ শুরু করেন তিনি৷ তার মধ্যে রয়েছে ইকির মিকির, চলো বন্ধু পাল্টাই, অনামিকা, শেষ বলে কিছু নেই ইত্যাদি৷ লার্জ পেগ শুরু করার আগে তিনি দর্শকদের উপহার দিয়েছেন শর্ট ফিল্ম ১২ সেকেন্ডস (12 Seconds)৷ যা দারুণ সাড়া ফেলেছিল৷ অভিনয়ে ছিলেন শিলাজিৎ ও শ্রীলেখা মিত্র৷ বহু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হয় ছবিটি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের নিমেষে উধাও সাত কুইন্টাল দই! কেজি মাত্র ১১০ টাকা,ভাইফোঁটায় উপচে পড়া ভিড় এই দোকানে
আরও দেখুন

লার্জ পেগ একটি সাইকোলজিক্যাস ড্রামা যা মূলত একজন পরিচালক ও তাঁর অল্টার ইগোর এক লেখকের গল্প৷ এর মধ্যে দিয়েই সম্পর্কের চাপানউতর এবং জীবনের গল্প বদলে যাওয়ার গল্প উঠে আসবে এই ওয়েব সিরিজে৷ এক ব্যক্তির বহুমুখী মনস্তত্ত্ব এবং বর্হিজগতে তার মনোভাবের গল্প বলবে লার্জ পেগ৷ ওয়েববক্স ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে অংশুমান বন্দ্যোপাধ্যায়ের লার্জ পেগ৷ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Web Series: অংশুমানের সাইকো ড্রামায় জুটি বাঁধলেন অনিন্দ পুলক ও সায়ন্তনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল