ডেস্টিনেশন অন্নপ্রাশন উপলক্ষে হালিশহরের যে বিশাল বাংলোতে রয়েছেন তাঁরা, সেটিকে টাটকা গাঁদা-সহ নানা ধরণের হলুদ-কমলা ফুলে সাজিয়ে তোলা হয়েছে। তাতে রয়েছে রাজস্থানি টাচ। হলুদ-সাদা রঙের মিশেলে পর পর তাঁবু বানিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে, যা থেকে স্পষ্ট বুফে সিস্টেমে খাওয়ানোর ব্যবস্থাই থাকছে। পাশাপাশি, অনুষ্ঠানের থিম কালার হলুদ হতে পারে, তা অনুমান করাই যাচ্ছে। হালিশহরের বাংলো সাজিয়ে তোলার সেই ছবি শেয়ার করেছেন ইউভানের মা এবং ইউভানের দিদি সৃষ্টি পাণ্ডে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
প্রসঙ্গত, রবিবার ছিল পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। আর আজ ইউভানের মুখেভাত। সব মিলিয়ে জমজমাট সেলিব্রেশন। সেই ছবি ধরা পরেছেন রাজ-শুভশ্রীর পাশাপাশি পরিবারের সকলের এবং বন্ধুদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।রাজের জন্মদিনের পার্টিতে এলাহি নাচগান, খাওয়া-দাওয়া, পানীয়ের বন্দোবস্ত ছিল। স্বামী রাজের জন্মদিনে শাড়ি পড়ে 'হ্যালো হ্যালো'-সহ একাধিক হিন্দি এবং বাংলা গানে তুমুল নেচেছেন শুভশ্রী। সেই ভিডিওতেই খানিকটা কীভাবে সাজানো হয়েছে, তার আভাস মিলেছিল। শুভশ্রীর পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে পুরোটাই।