শ্রাবন্তী পুত্র অভিমন্যু স্যান্ডির যৌন পরিচিয় বা সেক্সুয়াল ওরিন্টেশন (Sexual Orientation)নিয়ে খারাপ কথা বলেছেন৷ এমনই অভিযোগ উঠে করলেন স্যান্ডি৷ ঘটনাটি বৃহস্পতিবার রাতে৷ স্যান্ডি জানিয়েছেন যে এক বন্ধুর সঙ্গে তিনি ভিডিও কলে কথা বলছিলেন৷ সেই সময় বন্ধু বাড়িতে উপস্থিত ছিলেন অভিমন্যু৷ যখন অভিমন্যুর দিকে ক্যামেরা ঘোরানো হয়, তখন তিনি স্যান্ডির বিষয় কু-কথা বলেন, অভিযোগ স্যান্ডির৷ স্বাভাবিকভাবে চটেছেন স্যান্ডি৷
advertisement
নিজের অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে স্যান্ডি সাহার৷ সকলের কাছে খুবই প্রিয় পাত্র তিনি৷ তাঁর বিষয়ে যে এমন চিন্তা ভাবনা রয়েছে শ্রাবন্তী পুত্রের, তা ভাবতেও পারেননি এই ইউটিউবার৷ ছেলের কথা তিনি মাকেও জানিয়েছেন৷ তবে সেই উত্তর দেননি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ স্যান্ডি বলছেন যে তিনি ভাবতেও পারেননি যে অভিমন্যু এতটা হোমোফোবিক (Homophobic)৷
কয়েক বছর আগে নিজের একটি ভিডিওতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু মজা করেছিলেন তিনি৷ সম্ভবত সেই থেকেই তাঁর প্রতি রাগ তৈরি হয়েছিল শ্রাবন্তীর ছেলের৷ তবে তার জন্য স্যান্ডির যৌন পরিচয় নিয়ে এমন গালিগালাজ ঠিক নয় বলেই মত স্যান্ডির৷
আরও পড়ুন 'যশের সঙ্গে নুসরতের প্রেমের গুঞ্জনে আমার মন ভেঙেছে! যশ তো শুধুই আমার'...
বেশ কিছুদিন আগে অভিনেতা অঙ্কুশের সঙ্গে তাঁর সমস্যা হয়েছিল৷ অঙ্কুশ তাঁকে ফেসবুকে ব্লক করেছিলেন, এমনই জানা যায়৷ বান্ধবীর ঐন্দ্রিলার বিষয় কোনও কমেন্ট নিয়েই এমন গন্ডগোল পাকিয়েছে বলে জানা যায়৷ তবে স্যান্ডির দাবি ছিল যে খুবই মজাচ্ছলে তিনি এই কমেন্ট করেছিলেন৷