TRENDING:

Viral Video: আনন্দে হাত-পা ছুড়ে নাচছেন নুসরত, দুরন্ত গতিতে ভিডিও ভাইরাল

Last Updated:

ভিডিওটি দেখে ভক্তরা দারুণ খুশি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: তিনি অত্যন্ত জনপ্রিয় নায়িকা৷ বাংলাদেশের কাজের পাশাপাশি তিনি কাজ করেছেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ সুপারস্টার জিতের বিপরীতে তাঁর ছবি বস ২ দারুণ হিট৷ এবার সেই নুসরত নাচছেন হাত-পা ছুড়ে এবং গানের তালে তালে৷ যা দেখে তাঁর ভক্তরা খুব খুশি হয়েছে৷ তাই তো মুহূর্তে ভাইরাল হয়েছে নুসরতের  (Nusraat Faria) নাচের ভিডিও (viral video)৷
advertisement

এই হিপহপ নাচটি একেবারে প্রশিক্ষণ ছাড়াই নেচেছেন নুসরত ফারিয়া৷ তাই তো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করতে গিয়ে তিনি লিখেছেন, হঠাৎ করেই এই নাচ৷ BTV আনন্দমেলার রিহার্সালের আগে এমনই মনের আনন্দে এই নাচ৷ অর্থাৎ নিজের পেশাগত কাজ শুরুর আগে কিছুটা যেন মন ভাল করে নিচ্ছেন বাংলাদেশের এই বিখ্যাত অভিনেত্রী নুসরত৷ নাচে তিনি ভালবাসেন, যা তাঁর অভিব্যক্তি থেকেই স্পষ্ট৷

advertisement

এর আগেও তিনি বেশ কিছু নাচের ভিডিও পোস্ট করেছেন৷ তাঁর পোস্ট করা ভিডিওতে রয়েছে বেশ কিছু শরীরচর্চা ভিডিও৷ ফিটনেস নিয়ে সব সময়ই সচেতন নুসরত ৷ সকালে উঠে তাই রোজ দিনের শুরু করেন এক্সারসাইজের মধ্যে দিয়েই৷ তাই তো জিমে গিয়ে এক্সারসাইজ হোক বা গানের তালে তালে নাচ, শরীরের মেদ ঝড়াতে সব কিছুই করে থাকেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ব্যস্ত নায়িকা নুসরত, এরই মধ্যে সেরে ফেলেছেন তাঁর বাগদান৷ নিজের প্রেমিক ও হবু বরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সামনে এনেছেন নুসরত৷ রনি রিয়াদ রশিদের সঙ্গে সিনেমা জগতে পা রাখার আগেই আলাপ নুসরতের৷ অস্ট্রেলিয়ায় এক টেলিফোন নেটওয়ার্ক সংস্থায় চাকরি করেন রনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: আনন্দে হাত-পা ছুড়ে নাচছেন নুসরত, দুরন্ত গতিতে ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল