কোভিড পজিটিভ হওয়া জন্মদিনের আগে কলকাতা ফিরতে পারছেন না নায়িকা। তাতে বেজায় হতাশ ঐন্দ্রিলা। জানিয়েছেন, "আমাদের দুজনেরই গত ২৭ মার্চ কলকাতায় ফেরার কথা ছিল, সেই মত গত ২৬ মার্চ আমরা কোভিড-১৯ পরীক্ষা করাই। কারণ এখন আন্তর্জাতিক বিমানে ওঠার আগে কোভিড রিপোর্ট হাতে থাকা বাধ্যতামূলক। আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছ। তবে অঙ্কুশ নেগেটিভ। আমি সত্যি ভেবে উঠতে পারছি না সেটা কীভাবে সম্ভব। যদিও আমার মধ্যে করোনার কোনও উপসর্গ নেই, আমি ক্লান্তিও বোধ করছি না। আমি শুধু রিপোর্ট হাতে পেয়েছি, এবং আমায় ফোন মারফতও একই কথা জানানো হয়েছে।"
advertisement
এই মুহূর্তে মলদ্বীপের এক রিসর্টে আইসোলেশনে রয়েছেন ঐন্দ্রিলা। তবে করোনা পজিটিভ হওয়ার কারণে আগামী ১২-১৩ এপ্রিল পর্যন্ত সেদেশেই থাকতে হবে ঐন্দ্রিলাকে। রিপোর্ট নেগেটিভ হলে তবেই দেশে ফেরবার ছাড়পত্র পাবেন তিনি। ঐন্দ্রিলা সন্দেহের সুরে বলেন, "আমার সত্যি মনে হচ্ছে রিপোর্ট কিছু একটা গোলমাল হয়েছে"।
প্রেমিকা আইসোলেশনে। তাই বলে তাঁর বার্থডে সেলিব্রেশন হবে না? তাই রিসোর্টেই ছোটখাটো বার্থ ডে সেলিব্রেশনের আয়োজন করেন অঙ্কুশ। আগামী কয়েকদিনের জন্য করোনা আক্রান্ত প্রেমিকার পাশে থাকতে কলকাতায় সমস্ত কাজ বাতিল করেছেন তিনি। দুজনেই দ্রুত কলকাতায় ফিরতে চান।