TRENDING:

আমফান বিধ্বস্ত সুন্দরবনে 'ফুডম্যান'-এর পাশে রুদ্রনীল, চন্দ্রশেখরের সঙ্গে মেলালেন হাত

Last Updated:

ফেসবুকে দেখে চন্দ্রশেখরকে ফোন করে পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন রুদ্রনীল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুন্দরবন: বিপর্যয় ! 'দাদা আমি সাথে পাঁচে থাকি না।........ '। রুদ্রনীলের  এই ভিডিও এখন ভাইরাল । কিন্তু আমফান পরবর্তী সময়ে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা শুনে আর চুপ করে বসে থাকতে পারলেন না । আমফান বিধ্বস্ত সুন্দরবনে ফুডম্যানের কমিউনিটি কিচেনের পাশে দাঁড়ালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ।
advertisement

আমফান বিধ্বস্ত সুন্দরবনে প্রথমদিন থেকেই কমিউনিটি কিচেন চালাচ্ছেন আসানসোলের শিক্ষক 'ফুডম্যান' চন্দ্রশেখর কুন্ডু । ফেসবুকে এই বিষয়টি জেনে চন্দ্রশেখরকে ফোন করে পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন রুদ্রনীল ।  এরপর কুলতলির বাবুরামচকের কমিউনিটি কিচেনের গ্রাউন্ড জিরোয় পৌঁছে দ্বায়িত্ব নিলেন প্রায় চারশো মানুষের । আসানসোলের বাসিন্দা পেশায় শিক্ষক চন্দ্রশেখর বলেন, "বহু মানুষ , ক্লাব ও সংস্থা এগিয়ে এসেছে সাহায্যের জন্য ।  কিন্তু দিনদিন চাপ বাড়ছে । লকডাউনের জন্যও আমফানের ক্ষতিগ্রস্তদের দুর্দশা আরও বেড়েছে । তাই দুমুঠো ভাতের জন্য লাইনও বাড়ছে । রুদ্রনীল যেভাবে পাশে দাঁড়ালো তাতে আজ অনেকটাই সুরাহা হল।"

advertisement

২৩ মে প্রথম কিচেনটি শুরু হয় কুলতলির ৩৬ নম্বর লটে প্রভাতী মন্ডলের স্কুলে । আশেপাশের অত্যন্ত ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের প্রায় ৬০০ মানুষের জন্য ।  শুরুর এক সপ্তাহের মধ্যে আরও ক্ষতিগ্রস্ত এলাকা থেকে খবর আসতে শুরু করে । একে একে কমিউনিটি কিচেন শুরু হয় মৌসুনী দ্বীপ, সন্দেশখালি ন্যাজাট, চিতুরি ও কুলতলির বাবুরাম চকে । অসহায় মানুষগুলোর দুঃখ-দুর্দশা দেখে চোখে জল আসে চন্দ্রশেখর কুন্ডুর । কীভাবে এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়াবেন তা ভেবে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর ।

advertisement

চার বছর ধরে দুঃস্থ মানুষদের সেবায় কমিউনিটি কিচেন চালানোর অভিজ্ঞতা রয়েছে চন্দ্রশেখরের । আসানসোল , বাঁকুড়া , পুরুলিয়াসহ বর্তমানে কমিউনিটি কিচেন চালাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় । কুলতলিতে গিয়ে দেখা গেল , রান্না হচ্ছে ভাত ও সোয়াবিন-আলুর তরকারি । পেটের জ্বালা মেটাতে কমিউনিটি কিচেনের  সামনে অভুক্ত মানুষের দীর্ঘ লাইন ।  চন্দ্রশেখর বললেন, "প্রতিদিন রাত তিনটে থেকে রান্নার আয়োজন করা হয় । বহু মানুষ চার কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে আসেন । সকাল দশটায় শুরু হয় খাবার দেওয়া । আমার চার বন্ধুদের প্রতিষ্ঠিত সংস্থা 'ফিডে'র মাধ্যমে সুন্দরবনের পাঁচটা জায়গায় রোজ রান্না হচ্ছে ২৩০০ মানুষের  জন্য ।  কমিউনিটি কিচেনের খাবারের গুনমান , স্বাস্থ্য সুরক্ষা বিধি ও  পরিচ্ছন্নতাকে সবসময় গুরুত্ব দিয়ে চলছে বিশাল এই কর্মযজ্ঞ' ।"

advertisement

প্রথমে একমাস আমফান বিধ্বস্ত অঞ্চলে কমিউনিটি কিচেন চালাবেন ভেবেছিলেন । কিন্তু এখনও বাসিন্দাদের দুর্দশা চরমে , তাই আরও বেশ কয়েক মাস মানুষের পাশে থাকার পরিকল্পনা গ্রহণ করেছেন । আর্থিক সঙ্কটের মধ্যে দাঁড়িয়েও মানুষের সহযোগিতায় এগিয়ে চলেছে কমিউনিটি কিচেন । তবে যেভাবে অভিনেতা রুদ্রনীল কার্যত সব হারানো মানুষদের কথা ভেবে কমিউনিটি কিচেনের দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিতে এগিয়ে , এসেছেন তাতে আগামী দিনে তাঁকে দেখে আরও অনেকেই অনুপ্রাণিত হবেন বলে মনে করছেন সমাজবন্ধু চন্দ্রশেখর কুন্ডু ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

VENKATESWAR  LAHIRI

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমফান বিধ্বস্ত সুন্দরবনে 'ফুডম্যান'-এর পাশে রুদ্রনীল, চন্দ্রশেখরের সঙ্গে মেলালেন হাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল