দেশজুড়ে লকডাউন চলাতে গৃহবন্দি মীরও। বন্ধ টিভি শো। বাড়ি থেকেই তাঁকেও করতে হচ্ছে কাজ। কবে কাটবে লকডাউন কিচ্ছু জানা যায়নি। আজ প্রধানমন্ত্রীর ভাষণের পর মানুষের মনে ফের উঁকি দেয় প্রশ্ন ? ৪ দফার লকডাউন হবে না তো দেশে? তিন দফার লকডাউন শেষ হবে ১৭ মে। সেই দিন জানা যাবে পরের লকডাউন হবে কি হবে না, সে বিষয়ে।
advertisement
মোদির ভাষণের সময় মীর তাঁর ফেসবুক প্রোফাইলে নিজের একটি ছবি শেয়ার করেন। ছবিতে তাঁকে পুরো পাগলের মতো লাগছে। সেই সাজেই রয়েছেন তিনি। ছবির শ্যুটিংয়ের দৃশ্য এটি। ছবি পোস্ট করে তিনি লেখেন, "হ্যাঁ রে... লকডাউন ফোর নিয়ে কী বললো রে?" মজা করেই এই পোস্ট করেন মীর। লকডাউনে বন্দি থেকে মানুষের অবস্থা খুব খারাপ। কেউ ভুগছেন মানসিক অবসাদে। অনেকেই এক ঘেয়েমি কাটাতে অনেক কিছুই করছেন। কিন্তু কবে যে করোনা মুক্তি ঘটবে তা জানা নেই কারও। তাই নিজের এই গৃহবন্দি দশা বুঝিয়েই মজা করে পোস্ট করলেন মীর।