এদিন মিমি ও ওমের বিয়েতে একটি বিশেষ বিষয় নজর কাড়ে। তারকা জুটির চার হাত এক করেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। তাঁদের বিয়েটাও হয় বৈদিক মতে। অর্থাৎ বিয়েতে ছিল না কন্যাদান পর্ব। অভিনেত্রী তথা মিমি ও ওমের বান্ধবী সায়ন্তনী গুহঠাকুরতা ওম মিমির বিয়ের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
তবে বিয়ের জন্য একেবারে সাবেকী সাজই বেছে নিয়েছেন দুজনেই। মিমি পরেছিলেন টুকটুকে বেনারসী এবং তার সঙ্গে মানানসই সোনার গয়না। অন্যদিকে ওম পরেছিলেন সাদা ধুতি। অবশেষে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক আজ পরিণতি পেল ওম ও মিমির।
advertisement
২০২১ এর একদম প্রথমেই আইনি মতে বিয়ে সেরেছিলেন মিমি ও ওম। আর তার পর থেকেই টেলিপাড়ায় তাঁদের সামাজিক বিয়ে নিয়ে চলছিল জল্পনা। কয়েকদিন আগে থেকেই বিয়ের কাউন্টডাউন শুরু করে দিয়েছিলেন তাঁরা। তার পরে একে একে আইবুডো় ভাত খাওয়ার ছবি শেয়ার করেছেন তাঁরা। মেহেন্দি, সঙ্গীত, আশীর্বাদ সমস্ত মুহূর্তের ছবিও শেয়ার করেছেন তাঁরা।
বিয়েতে দুই অভিনেত্রী সায়ন্তনী ও দেবপর্ণাও খুব উচ্ছসিত ছিলেন। তাঁরাও বহু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এছাড়া পাত্র পাত্রীর পরিবার পরিজনকেও আনন্দ করতে দেখা যায়। প্রসঙ্গত, ২০১১ -এ পরিচয় হয়েছিল ওম সাহানি ও মিমি দত্তের। ধারাবাহিক 'আলোর বাসা'-এ কাজ করতে গিয়ে তাঁদের আলাপ। তার পরে বন্ধুত্ব ও প্রেম।