কখনও তিনি বৌ সাজেন। সিঁথিতে সিঁদুর, লাল শাড়ি, গা ভর্তি সোনার গয়না। কখনও তাঁর বিভঙ্গে কুপোকাত দর্শকেরা। তবে অভিনয়ে তাঁকে আর দেখা যায়নি সেভাবে। ‘পটলকুমার গানওয়ালা’র পর ‘আলো ছায়া’, ‘ফেলনা’র মতো ধারাবাহিকেও কাজ করেছেন হিয়া। তবে ‘পটলকুমার’ তাঁর সেরা কাজ।
আরও পড়ুন– ফের নামল তাপমাত্রা, শীতের আমেজ ফিরল বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়ার কী পূর্বাভাস জেনে নিন
advertisement
একই সঙ্গে মা সিরিয়ালের ‘ঝিলিক’ তথা ‘তিথি’কে নিয়েও চর্চার অন্ত নেই। তিনি আপাতত ইউটিউব ব্লগ নিয়ে ব্যস্ত। এদিকে হিয়া ও আর্শিয়া মানে ‘ভুতু’র মধ্যে কিন্তু বন্ধুত্ব দারুণ। মাঝেমাঝেই তাঁরা ছোটবেলার ছবি শেয়ার করেন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 12:50 PM IST