আরও পড়ুন: ‘আদৌ অন্তঃসত্ত্বা শুভশ্রী? নাকি সবটাই ছবির প্রচার?’ রাজকে হঠাৎ আক্রমণ
তার পর সন্ধ্যার পর সৃজিত নিজেই সকলকে আশ্বস্ত করলেন। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমার সুস্বাস্থ্যের জন্য এত চিন্তা করলেন সকলে, অনেক ধন্যবাদ। চিকিৎসক জানিয়েছেন, জন্য আমার ফেসবুক অ্যাকাউন্ট বা ট্যুইটার অ্যাকাউন্টের মতো নয় আমার হার্ট। কোনও ব্লক নেই।’ দিনের দ্বিতীয় পোস্টেও ঠাট্টা করতে ভুললেন না সৃজিত। নিজের স্বাস্থ্যের খবর দিয়ে নিজের সম্পর্কেই মস্করা করলেন। সাহায্য নিলেন শব্দখেলার।
advertisement
দু’টি পোস্ট থেকে যা বোঝা গেল, সৃজিতের শরীর খারাপ হয় সকালে, বুকে ব্যথাও হয়। পরীক্ষানিরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন পরিচালক। তবে ভক্তদের জন্য সুখবর। সৃজিতের হার্টে কোনও ব্লক পাওয়া যায়নি। চিন্তার কারণ নেই বলেই জানিয়েছেন তিনি। তবে সৃজিতকে ফোন করে পাওয়া যায়নি। তাই ঠিক কী ঘটেছিল সকালে, তার স্পষ্ট উত্তর মেলেনি।