TRENDING:

Rupali Bhattacharya Wedding: সাতপাকে বাঁধা পড়লেন টলি অভিনেত্রী রূপালি, কার গলায় মালা দিলেন বাঙালি কন্যা, পাত্র কে জানেন? রইল নবদম্পতির ছবি

Last Updated:

Rupali Bhattacharya Wedding: ফের সুখবর৷ টলিপাড়ায় বাজল বিয়ের সানাই৷ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রূপালি ভট্টাচার্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের সুখবর৷ টলিপাড়ায় বাজল বিয়ের সানাই৷ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রূপালি ভট্টাচার্য৷ ১২ জুলাই, শনিবার কলকাতাতেই বসেছিল বিয়ের আসর৷
News18
News18
advertisement

বিয়ের পরই নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন অভিনেত্রী রূপালি ভট্টাচার্য৷ ঝড়ের গতিতে অভিনেত্রীর বিয়ের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ অভিনেত্রীর সমস্ত ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷ কার গলায় মালা দিলেন অভিনেত্রী, দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে এদিন সাতপাকে বাঁধা পড়লেন টেলি অভিনেত্রী৷

আরও পড়ুন-কাঁপিয়ে আসছে …! ৫০ কিমি বেগে প্রবল ঝড়-তুফান! ভারী-অতিভারী বৃষ্টি কাঁপাবে রাজ্যে, কী হবে বাংলায়? আবহাওয়ার মেগা আপডেট

advertisement

অভিনেত্রীর জাকজমক বিয়ের আসরে বসেছিল চাঁদের হাট৷ টেলি দুনিয়ার একাধিক ব্যক্তিত্বরা বিয়েতে উপস্থিত ছিলেন৷ রীতিমতো দাঁড়িয়ে থেকে অভিনেত্রীর বিয়ের নানা আচার-দায়িত্ব পালন করেছেন তারা৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিয়ের নানা মুহূর্তে৷ প্রত্যেকেই নতুন জীবনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাদেরকে৷

আরও পড়ুন-সাতসকালে বিরাট দুঃসংবাদ! সকলকে কাঁদিয়ে চলে গেলেন বিখ্যাত কিংবদন্তি অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

advertisement

অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, গোলাপি বেনারসি, গা ভর্তি সোনার গয়না,চন্দনের সাজ, শোলার মুকুটে পুরো বাঙালি নববধূর বেশে ধরা দিয়েছিলেন৷ অভিনেত্রীর বর দেবাঙ্ক সাদা ধুতি ও মেরুণ পাঞ্জাবি পরেছিলেন৷

বিয়ের একাধিক সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী৷ একে অপরের হাত হাত রেখে সারাজীবন পথ চলার অঙ্গীকার নিয়েছেন দু’জনে৷ ছবি ক্যাপশনে লিখেছেন- ‘ফাইনালি হাতাহাতি’৷

advertisement

পেশায় আইটি কর্মী ও নাট্যকর্মী দেবাঙ্কর সঙ্গে বাঙালি রীতি মেনে মালাবাদল, সিঁদুরদান সেরেছেন নায়িকা৷ সেই ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়৷ অভিনেত্রীর বিয়েতে সুদীপ্তা চক্রবর্তী, কল্যাণী মণ্ডল, অনিন্দিতা দাস, মিমি দত্ত-সহ প্রমুখ তারকাকে দেখা গেছে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupali Bhattacharya Wedding: সাতপাকে বাঁধা পড়লেন টলি অভিনেত্রী রূপালি, কার গলায় মালা দিলেন বাঙালি কন্যা, পাত্র কে জানেন? রইল নবদম্পতির ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল