TRENDING:

ফের মা হতে চলেছেন সোনম, ফাঁস 'গোপন' খবর! একই সঙ্গে সন্তানের জন্ম দেবেন রণবীরের দুই প্রাক্তন?

Last Updated:

দম্পতির প্রথম সন্তান বায়ু। খুদে এখন তিন বছরে পা দিয়েছে। তারপরেই দ্বিতীয় সন্তান আনার পরিকল্পনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিল কাপুরের  এই কন্যা। বিয়ের চার বছর বাদে নতুন সদস্যকে অভ্যর্থনা জানান সোনম। আপাতত অভিনয় থেকে তিনি দূরে। ছেলে বায়ু জন্মের তিন বছর পরে ফের খুশির খবর। খুব শীঘ্রই তাঁরা সুখবর দেবেন বলে আশা করা যায়।

advertisement

অন্যদিকে মা হতে চলেছেন রণবীর কাপুরের আরেক প্রাক্তন ক্যাটরিনা। সোশ‍্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে একটি ছবি একসঙ্গে হাতে ধরে রয়েছেন ভিকি-ক‍্যাট। দু’জনের হাতের আঙুলের ধরা ছবিটা সাদা কালো। ক‍্যাটরিনার বেবিবাম্পে হাত রাখা হবু বলিউডের হবু বাবা-মায়ের।

বলিউডের অন্যতম আলোচিত দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ৯ ডিসেম্বর ২০২১ বিয়ে হয়। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়াদায় তাঁদের বিয়ে হয়। এই বিয়েটি অত্যন্ত রাজকীয় এবং ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হয়েছিল। এই জমকালো বিয়েতে কেবল নিকটাত্মীয় এবং কিছু বিশেষ বন্ধুকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের মা হতে চলেছেন সোনম, ফাঁস 'গোপন' খবর! একই সঙ্গে সন্তানের জন্ম দেবেন রণবীরের দুই প্রাক্তন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল