TRENDING:

মিষ্টি মেয়ে নয়, ইশা অভিনয় করতে চান ভ্যাম্পের ভূমিকায়

Last Updated:

সদ্য ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ইশার ছবি 'ডিটেকটিভ'। অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে মিষ্টিমুখের সুন্দরী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শর্মিলা মাইতি
advertisement

#কলকাতা: সদ্য ওটিটি প্ল্যাটফর্মে  মুক্তি পেয়েছে ইশার ছবি 'ডিটেকটিভ'। অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে মিষ্টিমুখের সুন্দরী। তাঁর মাথা থেকে পা পর্যন্ত আদ্যন্ত রবীন্দ্রনাথের নারী। অপূর্ব মুখশ্রী, হাঁটাচলা আদবকায়দা পুরোটাই রপ্ত করেছেন। কিন্তু এখনও তিনি করোনা আবহে লকডাউন মোডে। জীবনটা এনজয় করছেন নিজের সঙ্গে। নিউজ 18 বাংলার সঙ্গে লাইভে বসে বেশ জমাটি আড্ডা দিলেন।

advertisement

পর পর ছবি, ওয়েবসিরিজ। করোনা আপনার কেরিয়ারে কোনও প্রভাবই ফেলেনি দেখা যাচ্ছে! আপনার পার্সটাও বেশ মোটাসোটা হচ্ছে...

বিছানায় বসে ল্যাপটপ থেকে ভার্চুয়াল আড্ডা। হেসে গড়িয়ে পড়লেন ইশা। "কে বলেছে আমার পার্স মোটা হচ্ছে? পার্স তো আমি ক্যারি করি না। যেটা পকেটে রাখি সেটা দেখাচ্ছি আপনাকে।"

বলেই পকেট থেকে আকাশি রঙের মাস্ক বার করে দেখালেন। 'টাকাপয়সা নয়, এটাই আমার সর্বক্ষণের সঙ্গী।"

advertisement

ইশা অনেকেরই রাতের ঘুম কেড়ে নিচ্ছেন। পুরুষের নয়, সমসাময়িক নায়িকাদের। আগে যেসব চরিত্রে অন্যান্য নায়িকাদের কথা ভাবা হত, এখন তাঁরা বাদ পড়ছেন অলক্ষ্যে। প্রোডিউসার ও পরিচালকদের 'টপ অফ দ্য মাইন্ডে' এখন ইশা। শিবির যাই-ই হোক না কেন। "দাঁড়ান দাঁড়ান, " শশব্যস্ত হয়ে বলে উঠলেন ইশা, "আপনি তো অনেক কিছু বলে উঠছেন, এসব কথা কানাকানি হলে তো বিপদ! না না, এই ইন্ডাস্ট্রিতে সবাই সবার মতো কাজ করছেন। আমার জন্য কারুর কাজ চলে যায়নি!"

advertisement

উল্টোটা হয়েছে? মানে আপনার কাজ অন্য কেউ ছোঁ মেরে নিয়ে চলে গিয়েছে? সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরেও?

একটু চুপ। "হ্যাঁ হয়েছিল। একটা বড় কাজের ব্যাপারে সেটা হয়েছিল।  আমাকে সই করিয়ে নেওয়ার পর, মানে বেশ কয়েকদিন পর, দেখেছিলাম মিডিয়ার খবরে যে, ওই ছবিতে অন্য নায়িকা কাজ করছেন। প্রথমে মনে হয়েছিল গুজব। কিন্তু যাচাই করে দেখলাম খবরটা সত্যি।"

advertisement

খারাপ লেগেছিল। " সে তো লাগবেই। কিন্তু হয় এরকম। শুধু আমার নয়, সব নায়িকার ক্ষেত্রে হয়। আবার উঠে দাঁড়াতে হয়। তাতে আমার কোনও ক্ষতি হয়নি অবশ্য। "

ইশার স্বপ্নের চরিত্র? না কোনও আইকনিক চরিত্র নয়। একবার আদ্যন্ত নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চান তিনি। " বিরসা দা 'মাফিয়া' তে আমায় একটু জটিল চরিত্র দিয়েছিলেন। কিন্তু আমি চাই ট্রু-ব্লু নেগেটিভ রোল। যেটা আমাকে এখনও কেউ অফার করেননি।"

সেরা ভিডিও

আরও দেখুন
লাভজনক বিকল্প চাষে খুলে গেল কৃষকের ভাগ্য! বিশেষ ডাল চাষ করে হাতে আসছে ভাল টাকা
আরও দেখুন

সেই আশাতেই এখনও বসে ইশা। আর লকডাউন কাটলেই অপেক্ষা করছে 'গোলন্দাজ'। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়। দেবের বিপরীতে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
মিষ্টি মেয়ে নয়, ইশা অভিনয় করতে চান ভ্যাম্পের ভূমিকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল