আরও পড়ুন: কিছুক্ষণের মধ্যেই কাঁপিয়ে বৃষ্টি দক্ষিণের জেলায় জেলায়, হাওয়া অফিসের সতর্কতা জারি...
শুক্রবার গভীর রাতে ফেসবুকে একটি পোস্ট করেন অভিনেত্রী। লিখেছিলেন, "I did a lot of struggles to survive.. My family is the only responsible for everything... Now I want peace, Good bye"। যা পড়ে সহজেই আত্মহত্যার ইঙ্গিত মেলে। এমনকি তার জন্য পরিবারকে দায়ীও করেন। এরপরেই সম্ভবত ফোনের সুইচ অফ করে দেন। এ দিকে, নায়িকার পোস্ট দেখে তাঁকে ফোন করতে শুরু করেন পরিচিতরা। ফোন বন্ধ থাকায় কোনও সময় নষ্ট না করে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর পূর্ব যাদবপুর থানার পুলিশ ওই কমপ্লেক্সে পৌঁছে অভিনেত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন।
advertisement
তবে ঠিক কারণে আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা ভেবেছিলেন, তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রচুর পরিমানে ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি।
