দীর্ঘদিন ধরে তিনি সিওপিডি-র সমস্যায় ভুগছিলেন। আচমকা শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেতার৷ তারপরই ১৫অগাস্ট তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ১৭ অগাস্ট তিনি ভেন্টিলেশনে চলে যান।
advertisement
আজ সোমবার সকালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিকেলে অভিনেতার মরদেহ তারাতলার বাড়িতে আনা হবে। বহু ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন জয় বন্দ্যোপাধ্যায়৷। অভিনেত্রী স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেলেও শেষসময়ে সবসময়েই জয়ের পাশে ছিলেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়৷ অভিনেতাকে দেখতে হাসপাতালে যাওয়া থেকে শববাহী গাড়িরও ব্যবস্থা করেছেন প্রাক্তন স্ত্রী৷ অভিনেতা তথা প্রাক্তন স্বামীকে হারিয়ে শোকে কাতর অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়৷
অভিনেতা-বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের দেহ তাঁর তারাতলায় বাড়ি ‘জয় হাউস’-এ বিকেল চারটের সময় আনা হবে। যেখানে উপস্থিত থাকবেন বিজেপি নেতা,কর্মীরা এছাড়াও তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়।