নবান্ন সূত্রে খবর, টলিপাড়ার জট কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফোন করেন অভিনেতা দেবকে। তারপরই দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে আসেন। আপাতত যাতে শ্যুটিং শুরু করা যায় সেই বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। মন্ত্রী অরূপ বিশ্বাস ও বৈঠকে উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে টুইট করলেন অভিনেতা দেব৷
advertisement
অভিনেতা দেব টুইটে লেখেন- ধন্যবাদ দিদি৷ আশা করা যাচ্ছে, আজ বিকেলের মধ্যেই সব সমাধান হয়ে যাবে৷ এবং আগামিকাল থেকেই ফের শ্যুটিং শুরু হবে৷ সমস্ত টেকনিশিয়ান,পরিচালক ও স্টকহোল্ডারদের ধন্যবাদ৷ দেবের এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ এবং দেবের টুইটে আশার আলো দেখতে পাচ্ছেন টলিপাড়ার একাংশ৷
আরও পড়ুন- স্তব্ধ টলিপাড়ার শুটিং, পরিচালকদের কর্মবিরতিতে চিন্তায় কলাকুশলীরা, বিকেলে ফেডারেশনের বৈঠক
মঙ্গলবারও প্রত্যেকটি শ্যুটিং ফ্লোর-ই ফাঁকা। কোনও ইউনিটই আজকে কল টাইম দেয়নি। টেকনিশিয়ান, NT 1, ভারতলক্ষ্মী, দাসানি ১-সহ প্রায় প্রতিটি স্টুডিওর গেটই বন্ধ রয়েছে। টেকনিশিয়ান স্টুডিওগুলিতে প্রতিদিন সকাল থেকেই মেগা ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যায়। পরিচালকরা কর্মবিরতিতে যাওয়ায় বাংলা ছবি, ধারাবাহিক ও সিরিজের কোনও ইউনিট-ই আজকে কোনও শুটিং রাখেনি। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে টলিপাড়ার ভবিষ্যৎ৷
আরও পড়ুন- ‘রাহুলকে পরিচালক হিসেবে মানতে অসুবিধা রয়েছে’, এবার কী হবে? জট কি আদৌ খুলবে
বর্তমানের শ্যুটিংয়ের পরিস্থিতিও ঘোর সঙ্কটের মুখে৷ এই অবস্থায় চিন্তার ভাজ পড়েছে আর্টিস্ট থেকে কলাকুশলী, প্রত্যেকের চোখে-মুখে৷ তবে আজকের এই বৈঠকের পর কাল থেকে কি ফের আগের জায়গায় ফিরবে টলিপাড়া? লাইট-ক্যামেরা-অ্যাকশন কি আবারও শোনা যাবে? আপাতত তার অপেক্ষায় সকলে৷