TRENDING:

Ankush Hazra Injured: গুরুতর চোট, যন্ত্রণায় কাতরাচ্ছেন অঙ্কুশ! বিছানায় শুয়েই বর্ষবরণ উদযাপন অভিনেতার, হলটা কী?

Last Updated:

Ankush Hazra Injured: বছর শেষে গুরুতর চোট পেয়েছেন অঙ্কুশ হাজরা৷ 'মির্জা' ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা৷ পায়ের ব্যথায় রীতিমতো কাতরাচ্ছেন অঙ্কুশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২৩ সাল শেষ হতে না হতেই বড়সড় বিপদের মুখে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা৷ টলিপাড়ার চর্চিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলাকে নিয়ে সকলেরই কৌতুহল তুঙ্গে। সম্পর্কের বয়স এক যুগ পেরিয়ে গেলেও এখন তাঁরা ছাদনাতলায় পৌঁছতে পারেননি, তাদের নিয়ে চর্চা থামছে না। তবে প্রতিবছরের তুলনায় এবছরের শেষটা মোটেই ভাল কাটল না অভিনেতার৷ পার্টি তো দূর, বিছানায় শুয়েই বর্ষবরণ উদযাপন করলেন অভিনেতার৷ কিন্তু কেন এমনটা হল? কী হয়েছে অভিনেতার, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
গুরুতর চোট, যন্ত্রণায় কাতরাচ্ছেন অঙ্কুশ!
গুরুতর চোট, যন্ত্রণায় কাতরাচ্ছেন অঙ্কুশ!
advertisement

বছর শেষে গুরুতর চোট পেয়েছেন অঙ্কুশ হাজরা৷ ‘মির্জা’ ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা৷ পায়ের ব্যথায় রীতিমতো কাতরাচ্ছেন অঙ্কুশ৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মুখ বেজার করে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা৷ যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷

এদিন অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, পায়ে চোট নিয়ে বিছানায় শুয়ে রয়েছেন অঙ্কুশ৷ সঙ্গে ক্যাপশনে লেখেন- ‘এইভাবেই ২০২৪ সালটা আমার শুরু হচ্ছে৷ ‘মির্জা’ ছবির শ্যুটিংয়ে স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছি৷ যন্ত্রণা আর সহ্য হচ্ছে না৷ তবে ২০২৪ সালটা আমার কাছে খুবই স্পেশ্যাল হতে চলেছে৷ তবে আপনাদের জানাতে পেরে খুশি হচ্ছি যে, ২০২৪-এ আমার প্রথম ছবি মুক্তি পাবে ‘মির্জা’৷ এই ছবির জন্য নিজের রক্ত, ঘাম ঝরাব৷ শুধু তোমাদের প্রার্থনা আর সমর্থন চাই৷ তোমাদের অনেক ভালবাসি৷ সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা৷ ধন্যবাদ৷’

advertisement

আরও পড়ুন- ব্রেন স্ট্রোকে আক্রান্ত, অবস্থা খুবই সঙ্কটজনক! হাসপাতালে ভর্তি উস্তাদ রশিদ খান

আরও পড়ুন- পরিবারে এসেছে ছোট্ট অতিথি! ২০২৩-এ বাবা-মা হলেন কোন তারকারা, দেখে নিন এবছরের তালিকা

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

অভিনেতার এই পোস্টে সকলেই দ্রুত সুস্থতার কামনা করেছেন৷ নতুন বছরের শুরুতে অভিনেতার এই হাল দেখে মন খারাপ হয়েছে ভক্তদের৷ তবে সকলের মধ্যে প্রেমিকা ঐন্দ্রিলার মন্তব্য নজর কেড়েছে সকলের৷ অভিনেত্রী লেখেন- তাহলে আমার চোটটাও দেখাতে হয়৷ যা দেখেই বোঝা যাচ্ছে, অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই আঘাত পেয়েছেন তাঁরা৷ উল্লেখ্য, গত মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং৷ অঙ্কুশের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি৷ ফের ‘ম্যাজিক’ জুটিকে একসঙ্গে দেখতে চলেছে দর্শক৷ ২০২৪ সালের ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অঙ্কুশের এই ছবি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankush Hazra Injured: গুরুতর চোট, যন্ত্রণায় কাতরাচ্ছেন অঙ্কুশ! বিছানায় শুয়েই বর্ষবরণ উদযাপন অভিনেতার, হলটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল