বছর শেষে গুরুতর চোট পেয়েছেন অঙ্কুশ হাজরা৷ ‘মির্জা’ ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা৷ পায়ের ব্যথায় রীতিমতো কাতরাচ্ছেন অঙ্কুশ৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মুখ বেজার করে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা৷ যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
এদিন অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, পায়ে চোট নিয়ে বিছানায় শুয়ে রয়েছেন অঙ্কুশ৷ সঙ্গে ক্যাপশনে লেখেন- ‘এইভাবেই ২০২৪ সালটা আমার শুরু হচ্ছে৷ ‘মির্জা’ ছবির শ্যুটিংয়ে স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছি৷ যন্ত্রণা আর সহ্য হচ্ছে না৷ তবে ২০২৪ সালটা আমার কাছে খুবই স্পেশ্যাল হতে চলেছে৷ তবে আপনাদের জানাতে পেরে খুশি হচ্ছি যে, ২০২৪-এ আমার প্রথম ছবি মুক্তি পাবে ‘মির্জা’৷ এই ছবির জন্য নিজের রক্ত, ঘাম ঝরাব৷ শুধু তোমাদের প্রার্থনা আর সমর্থন চাই৷ তোমাদের অনেক ভালবাসি৷ সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা৷ ধন্যবাদ৷’
আরও পড়ুন- ব্রেন স্ট্রোকে আক্রান্ত, অবস্থা খুবই সঙ্কটজনক! হাসপাতালে ভর্তি উস্তাদ রশিদ খান
আরও পড়ুন- পরিবারে এসেছে ছোট্ট অতিথি! ২০২৩-এ বাবা-মা হলেন কোন তারকারা, দেখে নিন এবছরের তালিকা
অভিনেতার এই পোস্টে সকলেই দ্রুত সুস্থতার কামনা করেছেন৷ নতুন বছরের শুরুতে অভিনেতার এই হাল দেখে মন খারাপ হয়েছে ভক্তদের৷ তবে সকলের মধ্যে প্রেমিকা ঐন্দ্রিলার মন্তব্য নজর কেড়েছে সকলের৷ অভিনেত্রী লেখেন- তাহলে আমার চোটটাও দেখাতে হয়৷ যা দেখেই বোঝা যাচ্ছে, অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই আঘাত পেয়েছেন তাঁরা৷ উল্লেখ্য, গত মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং৷ অঙ্কুশের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি৷ ফের ‘ম্যাজিক’ জুটিকে একসঙ্গে দেখতে চলেছে দর্শক৷ ২০২৪ সালের ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অঙ্কুশের এই ছবি৷