TRENDING:

টালিগঞ্জের সমস্যা মেটাতে এবার বিশেষ কমিটি

Last Updated:

কয়েক সপ্তাহ আগে ওভারটাইম ইস্যুতে ক্ষোভব প্রকাশ করে কর্মবিরতিতে চলে গিয়েছিল টালিগঞ্জের টিভি সিরিয়ালের কলা-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কয়েক সপ্তাহ আগে ওভারটাইম ইস্যুতে ক্ষোভব প্রকাশ করে কর্মবিরতিতে চলে গিয়েছিল টালিগঞ্জের টিভি সিরিয়ালের কলা-কুশলীরা ৷ একদিনের জন্য বন্দ হয়ে গিয়েছিল জনপ্রিয় বহু ধারাবাহিক ৷ পরে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে শ্যুটিং হয় ৷ মুখ্যমন্ত্রী মমতা আশ্বাস দেন, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে ৷
advertisement

‘ওভারটাইম’ সমস্যার সমাধানের জন্যই বুধবার সন্ধ্যায় কলাকুশলী ও প্রযোজকদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় একটি বিশেষ কমিটি গঠন করা হবে ৷ এই কমিটিতে থাকবেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য-সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এবং প্রযোজক শ্রীকান্ত মোহতা। ভেঙ্কটেশ ফিল্মস-এর কর্ণধার শ্রীকান্ত মোহতা জানান, ‘আমরা কলাকুশলী, প্রযোজক সবার সঙ্গেই কথা বলব ৷ আশা করি দ্রুত ব্যাপারটার সমাধান করা যাবে ৷’

advertisement

টালিগঞ্জ স্টুডিওতে ফের পুরনো কাসুন্দি ! সেই পুরনো দাবি ৷ কলাকুশলীদের সঙ্গে প্রযোজকদের সেই পুরনো সংঘাত ৷ বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যা সমাধানে নিজেই এগিয়ে এসেছেন ৷ সমস্যা সমাধানের পরিবেশ সৃষ্টি করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কোনও মতেই শ্যুটিং বন্ধ রাখা যাবে না ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

প্রোডাকশন ম্যানেজার গিল্ডের সভাপতি শৈলেশ্বর চট্টোপাধ্যায় কথা অনুযায়ী, ‘প্রযোজকদের সংঠনের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছিল ৷ চুক্তি অনুযায়ী, ১০ ঘণ্টার বেশি কাজ করলে ওভারটাইম দিতে হয় ৷ কিন্তু প্রোডাকশন ম্যানেজার ও অ্যাসিট্যান্ট ম্যানেজাররা এই সুবিধা পাচ্ছেন না !’ তবে দ্রুত সমস্যা মেটাতে উদ্যোগী প্রযোজক ও কলাকুশলীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
টালিগঞ্জের সমস্যা মেটাতে এবার বিশেষ কমিটি