তবে এটা স্পষ্ট, যে শহর থেকে নিজের প্রথম জীবিকা বা উপার্জন শুরু করে, সেই শহরের মানুষ মোটেই বাদ দেবেন না এই শুভদিনকে উৎসবের তালিকা থেকে ৷ আর সেই কারণেই কলকাতায় অবস্থিত অমিতাভ বচ্চনের মন্দিরে এখন সাজ সাজ রব ৷ ১১ অক্টোবর, বুধবার বিশেষভাবে সেজে উঠবে অমিতাভ টেম্পল ! গোটা দিন মন্দিরে পাঠ হবে অমিতাভ চালিশা ৷
advertisement
তিলজলার কুষ্টিয়া এলাকায় অমিতাভ বচ্চনের আস্ত একটা মন্দির বানিয়ে ফেলেছেন এক ভক্ত। আর সে মন্দিরে অমিতাভ বচ্চনের জুতো রেখে রীতিমতো প্রতিদিন চলে সন্ধ্যারতিও । কলকাতার বালিগঞ্জের বন্ডেল রোদের কাছে সঞ্জয় পাতোদিয়া নামে এক ব্যক্তি ওই মন্দির নির্মাণ করেন।
সঞ্জয়ের দাবি, তিনি অমিতাভ বচ্চনের ‘ফ্যান’ নন, দেবতার যেমন ভক্ত হয় তিনিও অমিতাভ বচ্চনের তেমন ভক্ত। তবে সঞ্জয় পাতোদিয়া একা নন, আরও কয়েকজন অমিতাভ ‘ভক্ত’ মিলে পরিকল্পনা করে এই মন্দির তৈরি করা হয়েছে। আর এই ফ্যান ক্লাবের নাম অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান অ্যাসোসিয়েশন ৷
মন্দিরে একটি সিংহাসন তৈরি করে রাখা হয়েছে অমিতাভ বচ্চনের জুতা ও তার ছবি। মন্দিরের দেওয়ালে লেখা ‘জয় শ্রী অমিতাভ। গুরু পূর্ণিমায় বেশ ঘটা করা হয় বিগবি অমিতাভ বচ্চনের। অমিতাভ বচ্চন নিজেও জানেন কলকাতায় তার এই মন্দিরের কথা। যদিও ভগবান হিসেবে নিজের পূজায় আপত্তি আছে এই বলিষ্ঠ অভিনেতার।
তা এবার জন্মদিনে কী কী ব্যবস্থা করা হয়েছে এই অমিতাভের মন্দিরে৷
শুধু এখানেই শেষ নয়, কৌন বনেগা ক্রোড়পতির মারফত অমিতাভ বচ্চন এবার তাঁর জন্মদিনে ‘গুঞ্জ’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থাকে পোশাক দান করবেন ৷ সেই ‘গুঞ্জ’ স্বেচ্ছাসেবী সংস্থাতে পোশাক দান করা হবে অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৷
২০০১ সালেই প্রিয় নায়কের প্রতি নিজেদের ভক্তি প্রকাশের মাধ্যম হিসেবে এই মন্দির তথা মিউজিয়ম গড়ে তোলেন অমিতাভ-ভক্তেরা। সেই বছরই মুক্তি পেয়েছিল অমিতাভ অভিনীত এবং রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ছবি 'অকস্'। সিনেমায় একটা বিপুল আকৃতির সিংহাসনে বসে থাকতে দেখা গিয়েছিল অমিতাভকে। সিংহাসনটি পছন্দ হয় অমিতাভ-ভক্তদের। তাঁরা রাকেশ ওমপ্রকাশ মেহরার কাছে সিংহাসনটির জন্য আবদার করেন। 'রাকেশজি আমাদের সিংহাসনটি দিয়ে দেন। এত কাল সেই আসনটিই দেবতাজ্ঞানে আমরা পুজো করতাম'; জানান অমিতাভ বচ্চন ফ্যান সঞ্জয় পাতোদিয়া।
তবে ২০১৭-র ১১ অক্টোবর ৭৫ বছরে পা দেবেন বিগ-বি। সেই উপলক্ষেই তাঁর ফাইবারের মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে এবিএফএ। মূর্তিটি বানিয়ে দিয়েছেন যাদবপুরের বাসিন্দা সুব্রত বোস। অমিতাভ ৬ ফুট ২ ইঞ্চি লম্বা। আর সেই মাপেই তৈরি হয়েছে এই নতুন মূর্তি ৷
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}