কিছু বিশেষ অতিথির জন্য সন্ধ্যে হয়ে উঠেছিল আলোকিত। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন, মমতা শঙ্কর, প্রমিতা মল্লিক, উমা দাশগুপ্ত এবং বিজয়লক্ষ্মী বর্মন। আরও ছিলেন থিয়েটার কিংবদন্তি সোহাগ সেন এবং প্রশংসিত লেখক শ্রীজাত। তাঁদের হাতে তুলে দেওয়া হয় সংবর্ধনা।
advertisement
আরও পড়ুন: কাজের বেতনে মহিলাদের বৈষম্য! বিবাহ পরবর্তী জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বললেন বিদ্যা বালান
জীবনকৃতি সম্মাননা দেওয়া হয়েছে অপর্ণা সেন এবং প্রমিতা মল্লিককে। পুরস্কারটি বিতরণ করলেন সোহাগ সেন।
আরও পড়ুন: 'বেস্টসেলার' লেখক! কলমে আর লেখা নেই, রয়েছে খুনের প্লট! আসছে থ্রিলার ছবি 'রাইটার্স ব্লক'
বিশেষ উপস্থিতি ও সম্মাননা দেওয়া হয়েছে মমতা শঙ্কর, উমা দাশগুপ্ত এবং বিজয়লক্ষ্মী বর্মনকে। পুরস্কারটি হাতে তুলে দিয়েছেন শ্রীজাত। তত্ত্বাবধানে ছিলেন মেহেন্দি চক্রবর্তী।