TRENDING:

Kesari Chapter 2: অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’-এ বাঙালি বিপ্লবীদের অপমান! সিনেমার নেপথ্যে আছে ষড়যন্ত্র, তোপ তৃণমূলের 

Last Updated:

বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করেও সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘কেশরী চ্যাপ্টার-২’। সিনেমা হলে ছবি তেমন না চললেও এবার ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। এর পরেই তুমুল সমালোচনার ঝড় !

advertisement
আবীর ঘোষাল, কলকাতা: বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করেও সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘কেশরী চ্যাপ্টার-২’। সিনেমা হলে ছবি তেমন না চললেও এবার ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। এর পরেই তুমুল সমালোচনার ঝড় ! বিধাননগর থানায় ৭ প্রযোজকের বিরুদ্ধে বিএনএস-এর একাধিক ধারায় এফআইআর করা হয়েছে, জানিয়েছেন বিধাননগর কমিশনারেটের ডিসি হেড কোয়ার্টার অনীশ সরকার। এই বিষয় নিয়ে সরব হয়েছে তৃণমূলও। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিকৃত করার তীব্র প্রতিবাদ করেন। ‘‘আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং ! আপনারা প্রফুল্ল চাকীকে উল্টো নাম দিয়েছেন, লজ্জা করে না! স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে, বাংলাকে অসম্মান করতে, মানুষই এর জবাব দেবে৷’’ বলে ক্ষোভ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
সিনেমার নেপথ্যে আছে ষড়যন্ত্র, তোপ তৃণমূল কংগ্রেসের 
সিনেমার নেপথ্যে আছে ষড়যন্ত্র, তোপ তৃণমূল কংগ্রেসের 
advertisement

আরও পড়ুন– বর্ষায় দোসর নিম্নচাপ, রাজ্য জুড়ে দুর্যোগ! কোথায় কতটা বৃষ্টি হবে? জেনে নিন

বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করে তৈরি করণ সিং ত্যাগীর ছবি ‘কেশরী চ্যাপ্টার-২’ এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তৃণমূলের অভিযোগ বাংলাকে হেয় করার চক্রান্ত এই প্রথম নয়, কেন্দ্রের বিজেপি সরকার বারবার নানাভাবে বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে টানাপোড়েন চালিয়েছে। এবার তা সীমাহীন। অক্ষয় কুমার, আর মহাদেবন, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে অভিনীত ছবিতে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করা হয়েছে। মেদিনীপুরের ভূমিপুত্র শহিদ ক্ষুদিরাম বসুর পদবি পাল্টে করা হয়েছে ক্ষুদিরাম সিং। বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের নাম-পদবি বদলে গিয়ে হয়েছে ‘বারীন কুমার‘। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য তাঁদের বোমা বাঁধতে শিখিয়েছিলেন যে হেমচন্দ্র কানুনগো, তাঁর জায়গায় কৃপাল সিং নামে একটি চরিত্র নিয়ে আসা হয়েছে। ছবিটি তৈরি হয়েছে ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পারার বাই রঘু পালাত অ্যান্ড পুষ্পা পালাত’ বইটির গল্পকে ভিত্তি করে। লিখেছেন করণ সিং ত্যাগী, অমৃত পাল সিং বিন্দ্রা। করণ সিং নিজেই ছবির পরিচালক। এই ছবির বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর হয়েছে।

advertisement

আরও পড়ুন– ওটিটির একঘেয়ে কনটেন্ট দেখতে দেখতে ক্লান্ত? দুঃসাহসী অবতারে ফের রাধিকা আপ্তে, সিস্টার মিডনাইট দেখার সুযোগ হারাবেন না

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই বিষয় নিয়ে এদিন তীব্র প্রতিবাদ করেন তৃণমূল নেতৃত্ব। কুণাল ঘোষ বলেন, সেখানে বাঙালী বিপ্লবীদের যে ভাবে বিকৃত করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলার মানুষ। বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করে ক্ষুদিরাম বসুকে সিং, বারিন ঘোষকে কুমার করা হয়েছে। বাংলার ইতিহাসের বিকৃতির তীব্র বিরোধিতা করেন তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে ছবি সংশোধন করে রি-রিলিজের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kesari Chapter 2: অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’-এ বাঙালি বিপ্লবীদের অপমান! সিনেমার নেপথ্যে আছে ষড়যন্ত্র, তোপ তৃণমূলের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল