TRENDING:

সলমনের সঙ্গে ফের ক্যাটরিনা, বলিউডে অন্যরকম গুঞ্জন !

Last Updated:

গুঞ্জনের হাত থেকে এত সহজে ছাড়া পাবেন ক্যাটরিনা, তা ভাবাটাই যেন অলীক স্বপ্ন ৷ অন্তত, ক্যাটরিনাও এখন ব্যাপারটা চুপচাপ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গুঞ্জনের হাত থেকে এত সহজে ছাড়া পাবেন ক্যাটরিনা, তা ভাবাটাই যেন অলীক স্বপ্ন ৷ অন্তত, ক্যাটরিনাও এখন ব্যাপারটা চুপচাপ মেনেও নিয়েছেন৷ তাই তো রণবীরকে নিয়ে হোক বা সলমনকে নিয়ে সংবাদ মাধ্যম যখনই যা প্রশ্ন করেছেন তা জবাব বেশ বুদ্ধিমত্তার সঙ্গে চালিয়ে গিয়েছেন ৷ তবে এবার বলিউডের হাওয়ায় গুঞ্জনটা রটল অন্যরকম৷
advertisement

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সলমনের সঙ্গে জুটি বেঁধে সলমন খান করতে চলেছেন নতুন ছবি ৷ ছবির নাম ‘টাইগার জিন্দা হ্যায়’ ৷ এই ছবি সলমন ও ক্যাটরিনার ‘এক থা টাইগার’-এর সিকোয়েল ! আর এই ছবির ফার্স্টলুক প্রকাশ পাওয়ার পর থেকেই নানা গুঞ্জন বিটাউনে ৷

‘বার বার দেখো’ ছবির প্রোমোশনে এসে ক্যাটরিনা জানিয়েছিলেন, তার কেরিয়ার এখন ঠিক জায়গায় নেই ৷ ক্যাটরিনার চাই অন্তত একটা হিট ছবি ৷ তবে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে ‘বার বার দেখো’ ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়ে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

গুঞ্জনে এসেছে, সলমন নাকি ক্যাটরিনার কেরিয়ারকে ঠিকঠাক পৌঁছে দিতেই টাইগার জিন্দা হ্যায় ছবিতে ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধার প্ল্যান করেন ৷ আর এই ভাবেই হয়তো রণবীর কাপুরকে তিনি জানাতে চান ৷ ক্যাটরিনার পাশে যেকোনও সময়, তিনিই আছেন ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনের সঙ্গে ফের ক্যাটরিনা, বলিউডে অন্যরকম গুঞ্জন !