TRENDING:

সব রেকর্ড ভেঙে ৩০০ কোটির ক্লাবে টাইগার জিন্দা হ্যায় !

Last Updated:

একেই বলে টাইগারের তেজ ৷ আর সেই টাইগার যদি হন সলমন খান, তাহলে তো বক্স অফিসে ঝড় উঠবেই !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একেই বলে টাইগারের তেজ ৷ আর সেই টাইগার যদি হন সলমন খান, তাহলে তো বক্স অফিসে ঝড় উঠবেই ! উঠলও তাই, মাত্র ১৬ দিন যেতে না যেতেই সলমনের টাইগার জিন্দা হ্যায় পৌঁছল ৩০০ কোটির ক্লাবে৷
advertisement

বক্স অফিসে ফের ঝড় তুললেন সলমন খান ৷ মোটে সাত দিনেই ২০০ কোটির ক্লাবে সলমনের টাইগার জিন্দা হ্যায়৷ এই ছবি সাফল্য পাওয়ায় বেশ খুশি টাইগার টিম ৷

সলমনের টিউবলাইট খুব একটা সাফল্য পায়নি ৷ বক্স অফিসে রীতিমতো মুখ থুবরে পড়েছিল টিউবলাইট ৷ সেই ক্ষতি সামলে এখন আপাতত, টাইগার ঝড়ের বেগে এগিয়ে চলেছে ৷ বাহুবলির তিনশো কোটি করেছিল ১০ দিনে ৷ অন্যদিকে আমিরের দঙ্গল, তিনশো কোটির ক্লাবে ঢুকেছিল ১৩ দিন ৷ সিনেমা বিশেষজ্ঞরা মনে করছে, টাইগার জিন্দা হ্যায় সলমনের সবচেয়ে সফল ছবি হতে চলেছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সব রেকর্ড ভেঙে ৩০০ কোটির ক্লাবে টাইগার জিন্দা হ্যায় !