ভাবছেন, এ আবার কোন পুরনো কাসুন্দি ঘাঁটতে বসলাম? গপ্পোটা হল, গত কাল থেকেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে করিনা কাপুর খানের এক পুরনো ছবি ৷ যেখানে করিনাকে দেখা গিয়েছে সইফ আলি খানের ছেলে ইব্রাহিম ও মেয়ে সারা আলি খানের সঙ্গে ৷ ছবিটা তৈমুর আলি খান জন্মানোর আগের ৷ মানে একেবারেই করিনার অন্তঃসত্ত্বা থাকার সময় ৷ লকডাউনের মাঝে সেই ছবিই আবার হয়ে উঠল ভাইরাল ৷
advertisement
করিনার এই ছবি দেখে অনেকে প্রথমেই ভেবেছিলেন, করিনা কি আবার প্রেগন্যান্ট ! কিন্তু একটু বিশদে দেখলেই সব সত্য সামনে ৷ পুরনো ছবি ভাইরাল হলেও, ছাড় পাননি সইফ পত্নী করিনা ৷ সেই পুরনো প্রেগন্যান্সির ছবি নিয়েই তুমুল শোরগোল ইন্টারনেটে ৷ নেটিজেনরা বলছেন, ‘যদি এই লকডাউনে করিনা আবার প্রেগন্যান্ট হন ! তো কেমন হয়?’ নেটিজেনদের এই রসিকতা নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছেন না বেগমজান ৷ তিনি আপাতত, পুরোটাই ব্যস্ত ছোট্ট তৈমুর ও ছোটে নবাব সইফকে নিয়ে !
