না, বরং গৃহস্থ জীবনে মন দিয়েছেন তিনি। হেমন্ত টোপিওয়ালার সঙ্গে বিয়ে। এখন দুই কন্যা নিধি এবং জুহির মা 'রামায়ণের সীতা' দীপিকা। রামায়ণের পর 'শুন মেরি লীলা' ছবিতে বলিউড ব্রেক পান দীপিকা।
রাজেশ খান্নার মত কিংবদন্তি অভিনেতার সঙ্গেও তিনটি হিন্দি ছবিতে কাজ করেছেন, মাঝে কিছু আঞ্চলিক ছবিও করেছেন, তবে তাঁর কোনওটি 'সীতার মত' হিট হয়নি। অন্যদিকে, রামানন্দ সাগরের রামায়ণের পর বহুবার টেলিভিশনে বিভিন্ন পরিচালক ও প্রযোজকের হাত ধরে ফিরে এসেছে ৷ তবে রামানন্দ সাগরের রামায়ণের মতো ম্যাজিক দেখা যায়নি ৷
একই সঙ্গে ধীরে ধীরে ফিকে হয়েছে ‘সীতা’র ম্যাজিক ৷ তবে সামনেই মুক্তি পেতে চলেছে দীপিকা চিখালিয়া অভিনীত গুজরাতি ভাষার ছবি ‘নটসম্রাট’৷ আর সেই দরুন আবার প্রচারে এসেছেন দীপিকা ৷ তবে স্বাভাবিকভাবেই তাঁর চেহারায় বয়সের ছাপ পড়েছে ৷
Repost from @natsamratgujarati using @RepostRegramApp - New Poster Alert