TRENDING:

Dev: প্রথমবার দেবের সঙ্গে একফ্রেমে, মেয়ের স্বপ্নপূরণ হতেই আনন্দে আত্মহারা পরিবার

Last Updated:

Dev: চারবছর বয়স থেকেই অভিনেতা দেবের ফ্যান আসানসোলের বার্ণপুরের রাইমা পাল। রাইমা 'খাদান' সিনেমায় অভিনয় করেছেন সেই খবর চাউর হতেই খুশি বার্ণপুরের এলাকার মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীপক শর্মা, আসানসোল: চারবছর বয়স থেকেই অভিনেতা দেবের ফ্যান আসানসোলের বার্ণপুরের রাইমা পাল। তখন থেকেই ইচ্ছে ছিল দেবের সঙ্গে দেখা করার।কিন্ত তার থেকেও বেশি পেল রাইমা পাল। সদ্য প্রকাশিত অভিনেতা দেবের ‘খাদান’ সিনেমায় ছোট ভূমিকায় অভিনয় করলেন রাইমা পাল।
প্রথমবার দেবের সঙ্গে একফ্রেমে
প্রথমবার দেবের সঙ্গে একফ্রেমে
advertisement

একেবারে দেবের সঙ্গে অভিনয় করলেন। রাইমা ‘খাদান’ সিনেমায় অভিনয় করেছেন সেই খবর চাউর হতেই খুশি বার্ণপুরের এলাকার মানুষ। আসানসোলের বার্ণপুরের পুরানহাটের বাসিন্দা রাইমা পাল। আসানসোল গালস্ কলেজে দিত্বীয বর্ষের ছাত্রী রাইমা।

আরও পড়ুন-পৌষ অমাবস্যায় আসছে সেই মাহেন্দ্রক্ষণ…! বিরল কাকতালীয় যোগে করুন এই কাজ, খুলবে সৌভাগ্যের দরজা, বছরভর আয়-উন্নতি, লাগামছাড়া টাকা

advertisement

এদিন রাইমা পাল জানান, চার বছর বয়স থেকেই সে দেবের ফ্যান। ‘খাদান’ সিনেমায় দেবের সঙ্গে অভিনয় করে খুশি ও আপ্লুত।এদিন রাইমা পাল বলেন জামুরিয়া এলাকায় শ্যুটিং হয়েছিল। শ্যুটিংয়ের সময় অভিনেতা দেব তাঁর অভিনয় দেখিয়েছেন। সে ভাবতেই পারছেন না দেবের সঙ্গে সিনেমা করেছে।

আরও পড়ুন-অভাগা নায়িকা…! বিয়ে করে ধর্ম পরিবর্তন, জুটল না সংসার সুখ! ডিভোর্সের নরকযন্ত্রণায় অকালেই জীবনটা শেষ ২ সন্তানের মা-র!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

রাইমা ‘খাদান’ সিনেমায় অত্যাচারিত নারীর চরিত্রে অভিনয় করেছেন।সম্প্রতি ২০ ডিসেম্বর ‘খাদান’ সিনেমা প্রেক্ষাগৃহে রিলিজ করেছে। প্রথম দিনেই সেই ‘খাদান’ সিনেমা দেখলেন রাইমা পাল। রাইমা আগামী দিনে অভিনয় জগতে যাওয়ার ইচ্ছে রয়েছে। এমনকি দেবের সঙ্গে আরও সিনেমা করাও ইচ্ছে রয়েছে। পাড়ার মেয়ে ‘খাদান’ সিনেমায় অভিনয় করেছে তাতে খুশি এলাকার মানুষ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev: প্রথমবার দেবের সঙ্গে একফ্রেমে, মেয়ের স্বপ্নপূরণ হতেই আনন্দে আত্মহারা পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল