TRENDING:

ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চ কাঁপাতে তৈরি ৬ জেন নেক্সট ডিজাইনার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ল্যাকমে ফ্যাশন উইক ৷ ভারতের সবচেয়ে বড় ফ্যাশন ও প্যাশন প্ল্যাটফর্ম। এ বার এই প্ল্যাটফর্মে হাজির হতে চলেছেন জেন নেক্সট ডিজাইনররা ৷ আর তাঁরাই হতে চলেছেন ল্যাকমে ফ্যাশন উইকের ২৮তম ডিজাইনার ব্যাচ ৷ নতুন প্রজন্মের ছ’জন ডিজাইনার ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন তাঁদের ডিজাইন করা পোশাক ল্যাকমে ফ্যাশন উইক ২০১৯-এর মঞ্চে দেখানোর জন্য ৷ তাঁরা আপকামিং উইন্টার/ফেস্টিভ ২০১৯ এডিশনের পোশাক শো কেস করবেন ৷
advertisement

নতুন ডিজাইনারদের বেছে নেওয়ার পর্বটি কিন্তু খুব সহজ ছিল না ৷ সারা দেশ থেকে ৪০০ জন ডিজাইনারের আবেদন জমা পড়েছিল ৷ তবে তাঁদের মধ্যে থেকে ল্যাকমে ফ্যাশন উইকের উপদেষ্টা বোর্ড ৬ জনকে বেছে নেয় ৷ ল্যাকমের তরফে জানানো হয়েছে, ‘‘জেন নেক্সট হল এমন এক প্ল্যাটফর্ম, যা নতুন প্রতিভা এবং ফ্যাশনের প্রতি তাঁদের উদ্ভাবনী শক্তিকে তুলে ধরে ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আইএমজি রিলায়েন্সের ভায়েস প্রেসিডেন্ট এবং ফ্যাশন হেড জসপ্রীত ছন্দক বলেন, ‘‘আমরা বিশ্বাস করি যে, জেন নেক্সট ভারতের সেরা ডিজাইনদের খুঁজে বের করার একটি জায়গা ৷ আমরা সব সময়ই নতুন ট্যালেন্টকে খুঁজে বের করার চেষ্টা করি ৷ ’’  যে ছ’জন নতুন ডিজাইনার তাঁদের কালেকশন দেখানোর জন্য সিলেক্ট হলেন, তাঁরা হলেন-গৌরব সিং ৷ তিনি দেখাবেন তাঁর কালেশন ‘অ্যানাটমি ’৷ নিজের ‘আমারা’ কালেকশন নিয়ে হাজির থাকবেন সাহিব ভাটিয়া ৷ অঙ্কিতা শ্রীবাস্তব হাজির হবেন তাঁর কালেকশন ‘লিটল থিংকস স্টুডিও’ নিয়ে ৷ আকাঙ্খা আগরওয়াল থাকবেন তাঁর কালেকশন ‘নোয়ি নুয়ি’ নিয়ে ৷ মঞ্জুশ্রী সাইকিয়া ‘উরা মাকু’ কালেকশন নিয়ে হাজির হবেন ল্যাকমে ফ্যাশন উইকের ফ্যাশন মঞ্চে ৷ জেন নেক্সট ডিজাইনার স্ট্যানজিন পালমো শো কেস করবেন তাঁর কালেকশন ‘জিলজোম’ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চ কাঁপাতে তৈরি ৬ জেন নেক্সট ডিজাইনার