TRENDING:

Hawa Bangladeshi Film: ছবিতে গান ব্যবহার করেও স্রষ্টার নাম বাদ? বিতর্কে বাংলাদেশের জনপ্রিয় 'হাওয়া'

Last Updated:

Hawa Bangladeshi Film: ভারতীয় গণনাট্য সংঘের শাখা সম্প্রতি এক দাবিপত্র জারি করেছে। সেখানে দাবি করা হয়, জনপ্রিয় 'আটটা বাজে দেরি করিস না' গানটি আসলে বীরভূমেরই বাসিন্দা মনিরুদ্দিন আহমেদের লেখা এবং গাওয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কয়েক মাস আগের কথা। মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' নিয়ে চর্চা ছিল তুঙ্গে। ওপার বাংলার সেই ছবি সাড়া ফেলেছিল এ পারেও। ছবির গল্প, শিল্পীদের অভিনয়ের পাশাপাশি নজর কেড়েছিল ছবির গান। 'সাদা সাদা কালা কালা'র পাশাপাশি 'আটটা বাজে দেরি করিস না'-র সুরে মজে উঠেছিল দর্শক। কিন্তু এ বার সেই গানকে কেন্দ্র করেই শুরু বিতর্ক।
advertisement

ভারতীয় গণনাট্য সংঘের শাখা সম্প্রতি এক দাবিপত্র জারি করেছে। সেখানে দাবি করা হয়, জনপ্রিয় 'আটটা বাজে দেরি করিস না' গানটি আসলে বীরভূমেরই বাসিন্দা মনিরুদ্দিন আহমেদের লেখা এবং গাওয়া। ৮১ বছরের এই শিল্পী বর্তমানে সিউড়ির লালকুঠির বাসিন্দা। সেই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১৯৮৬ সালে এই গানটি তৈরি করেন মনিরুদ্দিন। অভিযোগ, এত বছর পর 'হাওয়া' ছবিতে সেই গান ব্যবহার হলেও মনিরুদ্দিনের কৃতিত্ব স্বীকার করা হয়নি।

advertisement

আরও পড়ুন-বাবাকে দিয়ে পরিচালনার হাতেখড়ি! মডেল হলেন শাহরুখ,মনিটরে চোখ রেখে নয়া পথচলা শুরু আরিয়ানের

আরও পড়ুন-কিশোর বয়সেই প্রেমে পাগল! কার জন্য এতটা উতলা ছিলেন গায়ক অরিজিৎ, জানলে চমকে যাবেন

ভারতীয় গণনাট্য সংঘের পক্ষ থেকে বিশ্বজিৎ দাস জানান, তাঁরা এখনও পর্যন্ত সরাসরি নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি। তবে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিষয়টি নির্নাতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে তাঁদের পক্ষ থেকে এখনও কোনও উত্তর আসেনি।

advertisement

প্রশ্ন উঠছে, ছবিটি মুক্তি পাওয়ার এত মাস পর কেন হঠাৎ এই অভিযোগ? নিউজ18 বাংলাকে বিশ্বজিৎ বলেন, "আসলে মনিরুদ্দিন বাবু খুব একটা ফোন ব্যবহার করেন না। তাই এই বিষয়ে জানতেন না। বিষয়টি জানার পরেই আমরা নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। আমরা চাই মনিরুদ্দিন বাবু শিল্পী হিসেবে তাঁর প্রাপ্য সম্মানটুকু পান। তার সঙ্গে উনি যদি কিছু আর্থিক সাহায্য পান, তা হলেও ভাল হয়।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এ বিষয়ে কি শেষ পর্যন্ত উত্তর দেবেন নির্মাতারা? এখন সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Hawa Bangladeshi Film: ছবিতে গান ব্যবহার করেও স্রষ্টার নাম বাদ? বিতর্কে বাংলাদেশের জনপ্রিয় 'হাওয়া'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল