এই সপ্তাহের সেরা ৫ ধারাবাহিকের তালিকায় রয়েছে বকুলকথা, জয়বাবা লোকনাথ, করুণাময়ী রাণী রাসমণি, কৃষ্ণকলি ও সাত ভাই চম্পা ৷ প্রতিদিনের প্রাইম টাইম আপনারাই সাজিয়েছেন আপনাদের পছন্দে ৷ পছন্দের তালিকায় এই সপ্তাহে যৌথভাবে সেরা বকুলকথা ও জয়বাবা লোকনাথ ৷ একদিকে বকুলের জীবনের টানাপোড়েন, চলার পথে বিভিন্ন বাধা বিপত্তি বকুলের জীবনকে করে তুলেছে আরও জটিল ৷
advertisement
তবে সব জটিলতা সরিয়ে বকুল প্রতিটি ক্ষেত্রেই জীবন সংগ্রামে সফল হয়েছে ৷ অন্যদিকে জয়বাবা লোকনাথের ভাব জনমানসে গভীর রেখাপাত করেছে ৷ সন্ধে ৭টা মানেই জয়বাবা লোকনাথ, সন্ধে সাড়ে ৬টা-৭টা এই এক ঘণ্টা জুড়ে ভক্তিরসের ডবল ডোজ বেশ জনপ্রিয় হয়েছে সারা বাংলায় ৷ বাংলা টেলিভিশনের নতুন ধারাবাহিক কৃষ্ণকলিও বেশ অল্প সময়েই কেড়েছে সবার নজর ৷ সাত ভাই চম্পাও দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে বহুদিন ধরেই ৷
তবে দর্শকদের ভাললাগা ও ভালবাসার অন্যতম কারণ নিটোল কাহিনি বিন্যাস ও গল্পের বাঁধন, দক্ষ পরিচালনা ও অনবদ্য কৃষ্টি ৷ সব মিলিয়েই প্রতিটি সপ্তাহেই দর্শক নামক জাগ্রত দেবতাকে সন্তুষ্ট করতে হয় নির্মাতা ও নির্দেশককে ৷ সেই সূত্রেই একের পর এক চমক রোজ নতুনের জীবনে এক নতুন দিগন্তের সঞ্চার ঘটায় ৷
আরও পড়ুন : নওয়াজের সঙ্গে যৌনদৃশ্য ইন্টারনেটে ভাইরাল, মুখ খুললেন বঙ্গতনয়া ঈশিকা দে