ছবিটি প্রথমে আইএমডিবি প্ল্যাটফর্মে ১০ এর মধ্যে ৯.৯ রেটিং পেয়েছে। কিন্তু সেই রেটিং কমে গিয়ে এখন হয়েছে ৮.৩। সিনেমার রিভিউ এর জন্য এই ওয়েবসাইট খুবই জনপ্রিয়। কিন্তু কেন কমে গেল দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files)এর রেটিং। ওয়েবসাইটের পক্ষ থেকে বলা হয়েছে, "আমাদের রেটিং পদ্ধতি এই ছবির জন্য কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছে।" এর পরেই রেটিং বদলে দেওয়ার সিদ্ধান্ত নেয় IMDB.
advertisement
এই ছবির জন্য ২ লক্ষ ভোট পড়েছে। যার মধ্যে ৯৪ শতাংশ মানুষ ১০ এর মধ্যে ১০ দিয়েছেন। ৪ শতাংশ মানুষ দিয়েছেন ১০ এর মধ্যে ১। কিন্তু রেটিং কমে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন পরিচালক। যদিও আইএমডিবি-র পক্ষ থেকে বলা হয়েছে, অদ্ভুত ভোটিং পদ্ধতি লক্ষ্য করার পরেই এই বদল করা হয়েছে। তবে কীভাবে এই রেটিং মাপা হয় তা তারা প্রকাশ্যে আনতে রাজি না।
আরও পড়ুন- দীপিকাকে 'দারুণ রাঁধুনি' বলেই বিপাকে রণবীর! নায়িকার উত্তর শুনে অবাক নেটিজেন
বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)রেটিং কমে যাওয়ায় বলেছেন, বিষয়টি অনৈতিক। প্রসঙ্গত, ১৯৯০ সালে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করা নিয়ে তৈরি এই ছবি (The Kashmir Files)। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী। এই ছবি দেখার পর বেশ কিছু রাজ্যে বিজেপি সরকার ছবিটিকে করমুক্ত করে দিয়েছেন। প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ছবি দেখার জন্য অফিস থেকে ছুটিও মিলছে অনেক জায়গায়।