TRENDING:

‘প্রচারসর্বস্ব!’ গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর তীব্র সমালোচনা জুরি প্রধান তথা ইজরায়েলি পরিচালক ল্যাপিডের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোয়া : বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' তীব্র সমালোচিত হল গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে৷ এই সৈকত শহরে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’-এ ছবিটি প্রদর্শিত হয়৷ উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ছবিটির কঠোর সমালোচনা করেন জুরি প্রধান তথা ইজরায়েলি চলচ্চিত্র পরিচালক নাদাভ ল্যাপিড৷ মঞ্চে দাঁড়িয়ে নিজের বক্তব্যেই তিনি বিরাগ মনোভাব প্রকাশ করেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে৷ তাঁর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে৷ উৎসবের জনসংযোগের দায়িত্বে থাকা এক কর্মী সংবাদমাধ্যমে জানিয়েছেন পরিচালক ল্যাপিড এই মন্তব্য করেছেন সমাপ্তি অনু্ঠানেই৷
চলতি বছরেই মার্চ মাসে মুক্তি পায় অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশি অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’
চলতি বছরেই মার্চ মাসে মুক্তি পায় অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশি অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’
advertisement

পরিচালক ল্যাপিড বলেন, ‘‘আমরা সকলেই এই উৎসবে প্রদর্শিত পঞ্চদশতম ছবি দ্য কাশ্মীর ফাইলস দেখে আহত এবং বিচলিত৷ আমাদের কাছে এই ছবি নিছক প্রচারসর্বস্ব এবং অভব্য বলে মনে হয়েছে৷ এরকম ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবের শৈল্পিক উৎকর্ষমূলক প্রতিদ্বন্দ্বিতার বিভাগে প্রদর্শিত হওয়ার জন্য বেমানান৷’’

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই পরিচালকের আরও সংযোজন, ‘‘এখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে আমার অনুভূতি ভাগ করে নিতে সম্পূর্ণ স্বচ্ছন্দ৷ যে কোনও উৎসবের মূলমন্ত্রই হল প্রশংসার পাশাপাশি সমালোচনাও গ্রহণ করা, কারণ এটাই শিল্প ও জীবনের জন্য অত্যাবশ্যকীয়৷’’

advertisement

advertisement

আরও পড়ুন :  গোয়া চলচ্চিত্র উৎসবে টনিক-এর বাজিমাত! উঠে দাঁড়িয়ে হাততালি সারা বিশ্বের দর্শকের

চলতি বছরেই মার্চ মাসে মুক্তি পায় অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশি অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’৷ ১৯৯০ সালে ভূস্বর্গে কাশ্মীরি পণ্ডিতদের নিধন ঘিরে আবর্তিত হয়েছে ছবির পটভূমি৷ সমালোচক ও দর্শকদের কাছে প্রশংসিত এই ছবি বক্সঅফিসে অত্যন্ত সফল৷ তবে কিছু দেশে এই ছবি নিষিদ্ধ ঘোষণা করা হয়৷ তখনও ছবির গায়ে লেগেছিল প্রচারসর্বস্বতার তকমা৷

advertisement

আরও পড়ুন :  আমিরকে প্রেমপত্র, নিজের ছবি পাঠান আলিয়ার 'মা'! বলি অভিনেত্রীর রহস্য ফাঁস

তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ঘিরে সাম্প্রতিক বিতর্কে ল্যাপিডের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছেন ইজরায়েলের কাউন্সেল জেনারেল কোব্বি শোশানি৷ তিনি ট্যুইট করেছেন ‘‘দ্য কাশ্মীর ফাইলস আমি দেখেছি৷ কুশীলবদের সঙ্গে আলাপও করেছি৷ নাদাভ ল্যাপিডের সঙ্গে আমি সহমত নই৷ তাঁর বক্তব্য শোনার পর আমি নাদাভকে নিজের মতামতও জানিয়েছি৷’’ নিজের ট্যুইটে পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ট্যাগও করেন শোশানি৷

advertisement

প্রসঙ্গত চলতি বছরে বলিউডের বাণিজ্যিক সফলতম ছবিগুলির মধ্যে অন্যতম ‘দ্য কাশ্মীর ফাইলস’৷ ছবিতে অনুপম খেরের অভিনয় উচ্চ প্রশংসিত হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ছবি প্রসঙ্গে ল্যাপিডের বক্তব্যের বিরোধিতা করে সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন নেটিজেনদের একাংশ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘প্রচারসর্বস্ব!’ গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর তীব্র সমালোচনা জুরি প্রধান তথা ইজরায়েলি পরিচালক ল্যাপিডের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল