পরিচালক ল্যাপিড বলেন, ‘‘আমরা সকলেই এই উৎসবে প্রদর্শিত পঞ্চদশতম ছবি দ্য কাশ্মীর ফাইলস দেখে আহত এবং বিচলিত৷ আমাদের কাছে এই ছবি নিছক প্রচারসর্বস্ব এবং অভব্য বলে মনে হয়েছে৷ এরকম ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবের শৈল্পিক উৎকর্ষমূলক প্রতিদ্বন্দ্বিতার বিভাগে প্রদর্শিত হওয়ার জন্য বেমানান৷’’
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই পরিচালকের আরও সংযোজন, ‘‘এখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে আমার অনুভূতি ভাগ করে নিতে সম্পূর্ণ স্বচ্ছন্দ৷ যে কোনও উৎসবের মূলমন্ত্রই হল প্রশংসার পাশাপাশি সমালোচনাও গ্রহণ করা, কারণ এটাই শিল্প ও জীবনের জন্য অত্যাবশ্যকীয়৷’’
advertisement
আরও পড়ুন : গোয়া চলচ্চিত্র উৎসবে টনিক-এর বাজিমাত! উঠে দাঁড়িয়ে হাততালি সারা বিশ্বের দর্শকের
চলতি বছরেই মার্চ মাসে মুক্তি পায় অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশি অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’৷ ১৯৯০ সালে ভূস্বর্গে কাশ্মীরি পণ্ডিতদের নিধন ঘিরে আবর্তিত হয়েছে ছবির পটভূমি৷ সমালোচক ও দর্শকদের কাছে প্রশংসিত এই ছবি বক্সঅফিসে অত্যন্ত সফল৷ তবে কিছু দেশে এই ছবি নিষিদ্ধ ঘোষণা করা হয়৷ তখনও ছবির গায়ে লেগেছিল প্রচারসর্বস্বতার তকমা৷
আরও পড়ুন : আমিরকে প্রেমপত্র, নিজের ছবি পাঠান আলিয়ার 'মা'! বলি অভিনেত্রীর রহস্য ফাঁস
তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ঘিরে সাম্প্রতিক বিতর্কে ল্যাপিডের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছেন ইজরায়েলের কাউন্সেল জেনারেল কোব্বি শোশানি৷ তিনি ট্যুইট করেছেন ‘‘দ্য কাশ্মীর ফাইলস আমি দেখেছি৷ কুশীলবদের সঙ্গে আলাপও করেছি৷ নাদাভ ল্যাপিডের সঙ্গে আমি সহমত নই৷ তাঁর বক্তব্য শোনার পর আমি নাদাভকে নিজের মতামতও জানিয়েছি৷’’ নিজের ট্যুইটে পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ট্যাগও করেন শোশানি৷
প্রসঙ্গত চলতি বছরে বলিউডের বাণিজ্যিক সফলতম ছবিগুলির মধ্যে অন্যতম ‘দ্য কাশ্মীর ফাইলস’৷ ছবিতে অনুপম খেরের অভিনয় উচ্চ প্রশংসিত হয়৷
ছবি প্রসঙ্গে ল্যাপিডের বক্তব্যের বিরোধিতা করে সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন নেটিজেনদের একাংশ৷