ছবিটি প্রস্তুতে মোট খরচ হয়েছে ৩০ কোটি টাকা ৷ সে দিক থেকে বিচার করলে বেশ ভাল ফলই বলা যায় ৷ এর আগে অক্ষয় কুমার অভিনীত 'প্যাডম্যান' ১০ কোটি ২৬ লক্ষ ও অজয় দেবগনের 'রেড' ১০ কোটি ৪ লক্ষ টাকা বক্স অফিস যাত্রা শুরু করেছিল ৷
advertisement
'বীর দি ওয়েডিং' এবছরের সেরা ওপেনিং ছবির তালিকায় পঞ্চম স্থান দখল করেছিল ৷ ছবিতে অভিনয় করেছেন করিনা কাপুর খান, স্বরা ভাস্কর, সোনম কাপুর, শিখা তালসানিয়া প্রমুখরা ৷ ছবিটি দেখার জন্য আলাদা করে মানুষ মুখিয়েছিল ৷ তার অন্যতম কারণ বিয়ের পর সোনম কাপুরের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ৷ তবে বিয়ের আগেই এর শুট হয়ে গিয়েছিল ৷ সব মিলিয়ে প্রথম দিনে বক্স অফিসে বেশ উজ্জ্বল 'বীর দি ওয়েডিং ৷'
advertisement
আরও পড়ুন : অমিতাভের চ্যালেঞ্জে কুপোকাত রণবীর সিং!
Location :
First Published :
June 02, 2018 4:44 PM IST