ষাটের দশকে 'আর্চি' ছিল জনপ্রিয় কমিকস। বহু মানুষের ছোটবেলা জড়িয়ে আছে। এবার পর্দায় জীবন্ত হবে সেই সব চরিত্র। জোয়া আখতার পরিচালিত ছবিটির সহ প্রযোজনায় আর্চি কমিকস এবং গ্রাফিক ইন্ডিয়া। ‘দ্য আর্চিজ’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।
'দ্যা আর্চিজ' নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুহানা খান। অন্যদিকে নাতিকে প্রথমবার পর্দায় দেখতে পাবেন বলে আনন্দিত অমিতাভ বচ্চনও। শাহরুখ খান গর্বিত মেয়ের বাবা। পর্দায় সুহানাকে দেখতে পেয়ে তিনি লিখলেন, "সুহানা মনে রেখো তুমি কখনই পারফেক্ট হবে না। সব সময় মনে হবে আরও ভালো করতে হবে। কিন্তু সবটা মন থেকে করবে। একজন অভিনেতা হিসেবে সব সময় শান্ত থাকবে। যে জিনিসটা তুমি ক্যামেরার পিঁছনে শিখবে সেটা সব সময় তোমার সঙ্গে থেকে যাবে। মনে রেখ মানুষের মন অনেক কিছু চাইবে। তোমাকে অনেক কিছু করতে হবে। যতটা পারবে মুখে হাসি ফুটিয়ো। এবার আলো আসতে দাও। ক্যামেরা অ্যাকশন। নতুন অভিনেতার সাক্ষর হল।"
নেটফ্লিক্সও এই ছবি নিয়ে বেশ উৎসাহিত। ছেলেবেলা পেরিয়ে বড় হয়ে ওঠার সব গল্পই ধরা থাকবে ছবিতে। এখন অপেক্ষা শুধু মুক্তির। তিন সেলেব সন্তানের অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। বিশেষ করে সুহানা খানের। ছবির প্রথম ঝলকেই বাজিমাত।