বাংলা সিরিয়ালের অতি জনপ্রিয় মুখ মানসী৷ সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়৷ ভিডিও থেকে ছবি, প্রায়ই পোস্ট করেন তিনি৷ নানা বিষয়ে লাইভে তাঁকে পান নেটিজেনরা৷ এবার দেবলীনা নন্দীর বিষয় নিয়ে তিনি মুখ খুললেন৷ মানসী শুরুতেই বলেছেন যে তিনি দেবলীনা বা তাঁর পরিবারের কাউকেই ব্যক্তিগতভাবে চেনেন না৷ কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা চলছে, তাতে তিনি বিরক্ত৷
advertisement
মানসী বলছেন যে দেবলীনার সঙ্গে যা যা ঘটছে এবং সেটা যেভাবে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে, তা খুবই আপত্তিকর৷ কারণ এর থেকে ভুল বার্তা ছড়িয়ে পড়ছে বলে মনে করেন মানসী৷ তিনি বলছেন যে একজন মানুষ যদি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তাহলে তাঁর চিকিৎসার প্রয়োজন৷ তাঁর বন্ধুরা তাঁকে নির্দিষ্ট চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে তাঁকে সুস্থ করে তুলুন৷ কিন্তু তাঁরা হাসপাতালে গিয়ে ফেসবুক লাইভ করছেন, ভিডিও তৈরি করছেন, যা শুধুমাত্র কনটেন্ট হিসেবে বিক্রি করে টাকা রোজগার করা হচ্ছে৷ যা তাঁর মতে অনৈতিক৷ এতেই তিনি ক্ষুব্ধ৷
অভিনেত্রীর মতে, কেউ মানসিকভাবে অসুস্থ হলে তাঁর প্রয়োজন কাউন্সেলিং, আইনি সহায়তা বা পরিবারের পাশে থাকা। কিন্তু এসব কিছুই করা হচ্ছে না৷ তিনি মনে করেন একজন অভিনেতা বা ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজের প্রতি কিছু দায়িত্ব রয়েছে৷ সেসব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে যা ঘটছে তা মেনে নিতে পারছেন না মানসী সেনগুপ্ত৷
